Thursday, August 21, 2025

পাকিস্তানকে (Pakistan ) হারিয়ে যুব এশিয়া কাপের (Emerging Asia Cup) শীর্ষস্থানে ভারতীয় ক্রিকেট (Team India) দল। সেমিফাইনালে যাওয়া আগে থেকেই নিশ্চিত ছিল, কিন্তু পড়শি ক্রিকেটারদের বিরুদ্ধে সহজ জয় এমাজিং এশিয়া কাপে ভারতকে এক নম্বরে পাঠিয়ে দিল।ছক্কা মেরে ম্যাচ জেতালেন ভারতের তরুণ তুর্কি সাই সুদর্শন (Sai Sudarshan)।পাকিস্তান এ-কে আট উইকেটে হারিয়ে দিল ভারত এ।

এমার্জিং এশিয়া কাপে আজ ভারত- পাক (Ind vs Pak) ক্রিকেট যুদ্ধের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু ভারতীয় বোলারদের সামনে সেভাবে জুটি গড়ে উঠছিল না। হাঙ্গারগেকর শুরু থেকেই উইকেট নিতে শুরু করলে ক্রমাগত নড়বড়ে হয়ে যায় পাকিস্তানের টপ ব্যাটিং অর্ডার। ৯৫ রানে ৬ উইকেট হারানোর পর পাকিস্তানের মুবাসির খান এবং কাসিম আক্রম কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ৪৮ রান করে কিছুটা মুখ রক্ষা করার চেষ্টা করেন কাসিম আক্রম।পাকিস্তানের ইনিংস শেষ হয় ২০৫ রানে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন সুদর্শনরা। IPL টুর্নামেন্টে গুজরাত টাইটান্স দলে নিজেকে প্রমাণ করার পর যুব এশিয়া কাপে ও চলল সুদর্শনের ধামাকা। দশটি চার এবং তিনটি ছয় মেরে ১১০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন তিনি। ওপেনার অভিষেক শর্মা অবশ্য লম্বা ইনিংস খেলতে পারেননি, মাত্র ২০ রান করে আউট। সুদর্শনের সঙ্গে ম্যাচ শেষ করেন অধিনায়ক যশ ঢুল। ১৯ বলে ২১ রান করেন তিনি।তিন নম্বরে নেমে নিকিন জোশ ৫৩ রান করেন।

এই ম্যাচ জিতে শীর্ষস্থানে থেকেই সেমিফাইনালে গেল ভারত। আগামী ২১ জুলাই ভারত এ খেলবে বাংলাদেশ এ দলের বিরুদ্ধে। অন্যদিকে ওইদিনই পাকিস্তান এ খেলবে শ্রীলঙ্কা এ-র বিরুদ্ধে। ফাইনালে আরও একবার চির প্রতিদ্বন্দী যুযুধান দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version