Monday, November 10, 2025

রাত পোহালেই ২১ জুলাই, মহানগরীর বুকে বিপুল জনসমাগম, কোন পথে যাবেন? জেনে নিন

Date:

Share post:

রাত পোহালেই ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবস উপলক্ষে শুক্রবার কলকাতা শহরের একাংশে বিপুল জনসমাগম হবে। সেই কারণেই সাধারণ মানুষের কথা ভেবে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে কলকাতা পুলিশ। ২১ জুলাই কলকাতার বিস্তীর্ণ অংশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।ইতিমধ্যেই একাধিক জেলা থেকে দলীয় নেতা-কর্মীরা কলকাতায় আসতে শুরু করেছেন। শুক্রবার শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে বহু মানুষ জড়ো হবে ধর্মতলায়। ফলে একাধিক রাস্তা বন্ধ থাকবে সেদিন।

আরও পড়ুন:তৃণমূলের একুশে সমাবেশে ৫ হাজার পুলিশকর্মী, নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে শহর

একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।অর্থ্যাৎ মিছিলের কারণে বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে। জেনে নিন কোন রাস্তা বন্ধ থাকবে,কোন রাস্তা খোলা থাকবে।
বন্ধ থাকবে কোন রাস্তাগুলি
১.ধর্মতলা চত্বর, জওহরলাল নেহরু রোডের অংশ, এস এন ব্যানার্জি রোড, লেনিন সরণি, গণেশ চন্দ্র অ্যাভিনিউ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে যান চলাচলে রাশ টানা হবে।
২.গণেশ চন্দ্র অ্যাভিনিউ দিয়ে যান চলাচল করতে পারে। ধর্মতলার মূল মঞ্চের দিকে যাওয়ার রাস্তা আটকানো থাকবে।
৩.ওয়ান ওয়ে থাকবে যে রাস্তাগুলি
৪.ভোর চারটে থেকে রাত ন’টা পর্যন্ত
৫.উত্তর থেকে দক্ষিণ ব্রাবোর্ন রোড, আমহার্স্ট স্ট্রিট
৬.দক্ষিণ থেকে উত্তর কলেজ স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, স্ট্র‌্যান্ড রোডের হেয়ার স্ট্রিট থেকে উডমান্ট স্ট্রিট, রবীন্দ্র সরণির বি কে পাল থেকে লালবাজার স্ট্রিট, বিধান সরণির কেশবচন্দ্র সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোডের অংশ
৭.পশ্চিম থেকে পূর্ব নিউ সিআইটি রোড
৮.পূর্ব থেকে পশ্চিম বি বি গাঙ্গুলি স্ট্রিট
যে রাস্তাগুলি দিয়ে ধর্মতলায় মিছিল আসবে

১.শিয়ালদহ থেকে এজেসি বোস রোড, এস এন ব্যানার্জি রোড
২.হাওড়া থেকে ব্রিজ পেরিয়ে ব্রাবোর্ন রোড, ডালহৌসি
৩.পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে সিআইটি রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড
৪.হাজরা মোড় থেকে আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড, ফ্রি স্কুল স্ট্রিট, রিপন স্ট্রিট থেকে জওহরলাল নেহরু রোড
৫.শ্যামবাজার থেকে এপিসি রোড, শিয়ালদহ ফ্লাইওভার পেরিয়ে এজেসি বোস রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড
৬.বিবেকানন্দ রোড, পাথুরিয়াঘাটা স্ট্রিট, গিরিশ পার্ক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ
৭.কলকাতা স্টেশন থেকে আর জি কর রোড, বেলগাছিয়া রোড, শ্যামবাজার, এপিসি রোড, এজেসি বোস রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড অথবা শ্যামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ
খিদিরপুর রোড
৮.হেদুয়া থেকে বিধান সরনি, কলেজ স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড, এস এন ব্যানার্জি রোড
৯.ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে অকল্যান্ড রোড, স্ট্র‌্যান্ড রোড, পলাশি গেট রোড, মেয়ো রোড, ডোরিনা ক্রসিং
যে রাস্তা দিয়ে সমর্থকদের নিয়ে আসবে গাড়ি ও বাস

১.উত্তর কলকাতা ও উত্তর শহরতলি থেকে বি টি রোড, চিৎপুর হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে গাড়ি আসবে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে গাড়ি পার্ক করে বাকিটা মিছিল।
২.রাজ্যের পশ্চিমাঞ্চল, বর্ধমান, হুগলির দিক থেকে দিল্লি রোড ধরে ডানকুনি, নিবেদিতা সেতু পেরিয়ে ডানলপ, বি টি রোড, দমদম রোড, বেলগাছিয়া রোড, শ্যামবাজার, এপিসি রোড, এজেসি বোস রোড হয়ে মৌলালি। মৌলালিতে গাড়ি পার্ক করে মিছিল।
৩.মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা থেকে গাড়ি ভিআইপি রোড, ই এম বাইপাস, পার্ক সার্কাস কানেক্টর ধরে পার্ক সার্কাস। সেখানে গাড়ি পার্ক করে মিছিল।
৪.মা ফ্লাইওভার ধরে গাড়ি এসে ময়দানে পার্ক করতে পারবে। সেখান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল
৫.পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়ার কিছু অঞ্চল থেকে কোনা এক্সপ্রেসওয়ে, দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে ময়দানে গাড়ি পার্ক করে মিছিল।
৬.দক্ষিণ ২৪ পরগনা থেকে হাজরা পর্যন্ত এসে মিছিল অথবা ময়দান, জওহরলাল নেহরু রোডে গাড়ি পার্ক করে মিছিল।


তবে ভোর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত কলকাতায় কোনও ধরনের মালবাহী যানবাহন চলাচল করবে না। শহরে চলবে না কোনও ঠেলাগাড়ি ও ট্রাম।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...