Sunday, May 18, 2025

২০২২ সাল থেকে বিশ্ব জুড়ে শিরোনামে আসে রাশিয়া- ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War)। একাধিকবার যুদ্ধবিরতি হলেও, যুদ্ধ শেষ হওয়ার কোনও লক্ষণ নেই। পুতিনের (Vladimir Putin) নির্দেশে ইউক্রেনে রুশ হামলার জেরেই ১৬০ কোটি মানুষকে খাদ্য, জ্বালানি বা আর্থিক, কোনও না কোনও সংকটের সম্মুখীন হতে হয়েছে। এর মাঝেই ফের রাশিয়া কৃষ্ণসাগরে ইউক্রেনীয় বন্দরে ভয়াবহ হামলা (Russia launched a deadly attack on a Ukrainian port)চালিয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে ৬০ হাজার টন খাদ্যশস্য এবং গুদাম। ইউক্রেনের বন্দরে রাশিয়ার এই হামলার ফলে তীব্র নিন্দা করেছে জার্মানি এবং ফ্রান্স (Germany and France)।

বিশ্বের একাধিক দেশে শস্য রপ্তানি করে ইউক্রেনের রাজধানী কিভ (Kyiv, the capital of Ukraine)। গত বছর যুদ্ধ শুরুর সময় থেকে আচমকাই বিশ্বজুড়ে দেখা দেয় খাদ্যশস্যের অভাব।২৪ জুলাই, ২০২২ সালে রাষ্ট্রসঙ্ঘ এবং তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণসাগরে ইউক্রেনের বন্দরগুলির মাধ্যমে শস্য রফতানি মঞ্জুর করে রাশিয়া। কিন্তু সোমবার ওই চুক্তি থেকে সরে আসে রাশিয়ার রাজধানী মস্কো। আর মঙ্গলবারেই ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসা এবং মাইকোলাইভে হামলা চালায় রুশ সেনা। এরপর বুধবার রাতভর পর্যন্ত ওডেসা এবং করনোমোর্স্কে কৃষ্ণসাগর উপকূলের বন্দর ও শস্য টার্মিনালগুলিকে নিশানা করে ক্ষেপণান্ত্র হামলা চালায় রুশ বাহিনী। স্বাভাবিক ওই দেশ থেকে যদি শস্যের যোগান বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব বাজারে ব্যাপক প্রভাব পড়তে চলেছে। এমনকি খাদ্য সঙ্কট চরমে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

Related articles

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...

হরপ্রীত ব্রারের দুরন্ত স্পেলেই প্লেঅফ পাকা পঞ্জাব কিংসের

শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) বদলে ইমপ্যাক্ট ক্রিকেটার হরপ্রীত ব্রার(Harpreet Brar)। আর সেটাই যে এদিন পঞ্জাব কিংসের(PBKS) মাস্টার স্ট্রোক ছিল...

প্রস্তুতি তুঙ্গে! সোমে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, ১৯ মে বিকেলে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। এরপর সড়কপথে রওনা...
Exit mobile version