Sunday, August 24, 2025

পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে ঝুলে রয়েছে একাধিক মামলা। সেই মামলার শুনানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গিয়েছে, হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম আজ বৃহস্পতিবার আদালতে বসছেন না। ফলে রাজ্যের নজরে থাকা পঞ্চায়েতের সব মামলার আজ শুনানি অনিশ্চিত হয়ে পড়েছে। পঞ্চায়েত মামলাগুলি সরকারিভাবে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

কিন্তু সেই শুনানি নিয়েও অনিশ্চয়তা। রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানিও আজ হওয়ার কথা ছিল। কিন্তু প্রধান বিচারপতি না বসার কারণে সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ।
পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকে গণনা শেষ হওয়ার পরও নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে রাশি রাশি মামলা হয়েছে। অনেকে মামলায় নজিরবিহীন রায় দিলেও মঙ্গলবার এই নিয়ে বিরক্তি প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। হাইকোর্টে আইনজীবীদের একাংশের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হন বিচারপতি। পঞ্চায়েতের ভুরি ভুরি মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা শোনা হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
ক্ষুব্ধ বিচারপতি বলেন, ‘পঞ্চায়েত নির্বাচন নিয়ে গাদা গাদা মামলা হয়েছে। গত দেড় মাস ধরে সেই সব মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা আমরা শুনতে পারছি না। আর এতে মানুষ ভাবছেন আমরা কাজ করছি না। আসলে পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলার চাপে অন্য সব মামলা চাপা পড়ে যাচ্ছে।’

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version