একুশের মঞ্চ থেকেই চব্বিশের বার্তা। চব্বিশের লড়াইয়ের সুর বেঁধে দেবেন মমতা বন্ড এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের এই সভা থেকেই মমতা এবং অভিষেক ২০২৪-এর সুর বেঁধে দিতে চাইছেন। ফলত যে বিষয়গুলো আজ সামনে আসতে পারে তাঁর মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ৩দিন আগেই বিরোধী জোটের নতুন নামকরণ হয়েছে। সেখানে ইনক্লুইভ শব্দটি রয়েছে। এই সবাইকে নিয়ে চলার বার্তা সামনে রাখা হবে। সেই কারণেই আজকের বক্তা তালিকায় সমস্ত ধরনের সম্প্রদায় এবং মানুষের প্রতিনিধি রয়েছে। এই তালিকায় বিভিন্ন জনজাতি গোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে। পাশপাশি থাকবে সংখ্যালঘু, হিন্দিভাষী এবং পাহাড়ের প্রতিনিধিত্ব।
*এক নজরে ২১ জুলাইয়ের মঞ্চের বক্তা তালিকা*
মমতা বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
সুদীপ বন্দ্যোপাধ্যায়
বীরবাহা হাঁসদা
জগদীশ চন্দ্র বসুনিয়া
ফিরহাদ হাকিম
অরূপ বিশ্বাস
চন্দ্রিমা ভট্টাচার্য
প্রকাশ চিক বরাইক
শিউলি সাহা
রাজন্যা হালদার
অনিত থাপা
সায়নী ঘোষ
শোভনদেব চট্টোপাধ্যায়
মোশারফ হোসেন
বিশ্বজিৎ দাস
প্রতিমা মন্ডল
আরও পড়ুন:“জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা…”, বাইশ গজের স্লোগান এবার একুশের সমাবেশে