Sunday, August 24, 2025

এবার যোগীরাজ্যের (Yogi State) গোরক্ষপুরে (Gorakhpur) এবিভিপি-র (ABVP) সদস্যদের তাণ্ডব। বাদ গেল না বিশ্ববিদ্যালয়ও। এবার দীনদয়াল উপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে (Deendayal Upadhyay University) তাণ্ডব চালাল এবিভিপির কর্মী সমর্থকরা। জানা গিয়েছে, অধ্যক্ষ ও প্রোক্টরকে এদিন মাটিতে ফেলে কিল, চড় ও লাথি মারার অভিযোগ ওঠে। পাশাপাশি এদিন অধ্যক্ষের ঘরেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। এদিকে বিজেপির ছাত্র সংগঠনের কর্মী সমর্থকদের হাত থেকে অধ্যক্ষ ও প্রোক্টরকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মীরাও। বেধড়ক মারধর করা হয় কয়েকজন অধ্যাপককেও। এদিকে ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে যোগী সরকার। বিরোধীদের প্রশ্ন, বিজেপির ছাত্র সংগঠন হওয়াতেই কী এবিভিপির এমন বাড়বাড়ন্ত? বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কীভাবে এমন তাণ্ডবলীলা চলতে পারে তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। এদিকে যোগীর মুখে ‘জিরো টলারেন্সের’ কথা শোনা গেলেও এক্ষেত্রে তাঁর সরকার কী পদক্ষেপ নেন সেদিকেই নজর বিরোধী তথা গোটা দেশবাসীর।

একাধিক দাবিদাওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই দীনদয়াল বিশ্ববিদ্যালয়ে ধর্না চলছিল এবিভিপি-র। পরে বিশ্ববিদ্যালয় ফাঁকা করতে এবিভিপি-র সদস্যদের পুলিশ সরিয়ে দিতে গেলেই বাঁধে বিপত্তি। এদিন বিক্ষোভের মাঝেই উপাচার্যের কুশপুতুল বানিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে তা পোড়ানো হয়েছিল। এরপরই উপাচার্য বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতিও দেন। কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে শুক্রবার ছাত্র সংগঠনের এবিভিপির সদস্যরা বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধরা উপাচার্যের কার্যালয় ভাঙচুরের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে লুটপাট এবং দরজা ভেঙে দেন বলে অভিযোগ।

এদিকে অশান্তির ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশ বাহিনী। যদিও পুলিশি হস্তক্ষেপের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এবিভিপির সদস্যরা পুলিশের উপরেও হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজন এবিভিপির সদস্যকে আটক করেছে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের কাছে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জানায়নি।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version