Tuesday, November 11, 2025

ডবল ইঞ্জিন মণিপুরের ব্যর্থতা ঢাকতে বাংলা নিয়ে মিথ্যাচার: বিজেপিকে তোপ সায়নীর

Date:

গত ৩ মাস ধরে মণিপুর জ্বলছে, অথচ হিংসা থামাতে কোন উদ্যোগ না নিয়ে বিজেপি নেতারা ব্যস্ত ভুয়ো খবর তুলে ধরে বাংলার বদনামে। সম্প্রতি পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের অভিযোগ তুলে দেখা গিয়েছে বিজেপি সাংসদ লোকেটের চোখে। এই প্রসঙ্গ তুলেই এবার ডবল ইঞ্জিনের মণিপুর নিয়ে বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ। জানালেন, “নিজেদের ব্যর্থতা আড়াল করতে মরিয়া হয়ে বাংলা নিয়ে ভুয়ো খবর প্রচার করছে বিজেপির নেতা মন্ত্রীরা।”

এদিন টুইটারে তো দেগে সায়নী লেখেন, “বিজেপি ও এর মন্ত্রীরা মনে হয় পুরোপুরি দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে গিয়েছে। মণিপুরের ডাবল ইঞ্জিন সরকারের দ্বিগুণ ব্যর্থতা আড়াল করার জন্য তাদের নিছক মরিয়া হয়ে বাংলা ও অন্যান্য বিরোধী রাজ্য সম্পর্কে ভুয়ো খবর তৈরি ও প্রচার করে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে!”

পাশাপাশি তিনি আরো লেখেন, “একেবারে অজ্ঞাত নারী ও শিশু সুরক্ষা মন্ত্রকের মন্ত্রী মহাশয়া, ‘মাগারমাছ কে আনসু’ খ্যাতির সাংসদ মহাশয়া এবং ‘গোলি মারো’ খ্যাতির মন্ত্রিজিকে অনুরোধ করছি দেশে বক্তৃতা দেওয়া বন্ধ করুন এবং তাদের বসদের মতোই চুপ থাকুন!”

প্রসঙ্গত, ইতিমধ্যে মণিপুর নিয়ে সংসদে সরব হয়েছে বিরোধীরা। প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়েছে। এদিকে পঞ্চায়েত হিংসা নিয়ে রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ তুলে মণিপুর ইস্যু থেকে নজর ঘোরানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। এ বিষয়ে সাংবাদিক বৈঠক করে কাঁদতে দেখা গিয়েছে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। নজর ঘোরানোর চেষ্টায় কোনও জায়গা থেকে খামতি রাখছে না গেরুয়া শিবির। এ বিষয়ে তাদের হাতিয়ার হয়ে উঠেছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে হিংসার অভিযোগ। কিন্তু বাস্তব সত্যিটা এটাই যে রাজ্য পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি তৃণমূল নেতা কর্মী মৃত্যু হয়েছে। এই ইস্যুতেই এবার বিজেপির বিরুদ্ধে খড়্গহস্ত হলেন তৃণমূল যুবনেত্রী সায়নী।

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version