Saturday, November 8, 2025

সংসদে মণিপুর নিয়ে আলোচনায় রাজি, তবে মোদির বিবৃতি প্রসঙ্গে নীরব শাহ

Date:

ভয়াবহ অবস্থা উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের(Manipur)। এই ইস্যুতেই সংসদে ধারাবাহিক বিক্ষোভ শুরু করেছে বিরোধী সাংসদরা। দাবি, প্রধানমন্ত্রীকে সংসদে এইবিষয়ে বিবৃতি দিতে হবে। এহেন পরিস্থিতির মাঝেই সোমবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) জানালেন, “মণিপুর পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনা করতে সরকারের কোনও আপত্তি নেই।” যদিও প্রধানমন্ত্রী(Prime Minister) এই বিষয়ে সংসদে আলোচনায় অংশ নেবেন কিনা সে বিষয়ে কিছু বলেননি শাহ। তাছাড়া কোন ধারায় এই আলোচনা হবে তাও স্পষ্ট করা হয়নি।

মণিপুরে লাগাতার অশান্তি ও দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় উত্তাল গোটা দেশ। এই অবস্থায় মণিপুরের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভোটাভুটি-সহ আলোচনার দাবিতে শুক্রবার নোটিশ দিয়েছিল কংগ্রেস-সহ কয়েকটি বিরোধী দল। কিন্তু তাতে রাজি হয়নি মোদি সরকার। কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী ২৬৭ ধারার পরিবর্তে ১৭৬ ধারায় আলোচনা চেয়েছিলেন। কিন্তু বিরোধীরা তাদের দাবিতে অনড় রয়েছে। এই পরিস্থিতিতে শাহ সোমবার বলেন, “আমরা সভায় এই বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। আমি বিরোধীদের অনুরোধ করছি এই বিষয়ে আলোচনা করতে দিন। এই স্পর্শকাতর বিষয়ে দেশ যাতে সত্য জানতে পারে তা খুবই গুরুত্বপূর্ণ।”

তবে আলোচনা নিয়ে আপত্তি নেই বলে শাহ জানালেও এই আলোচনায় কেন্দ্রের সদিচ্ছা কতটুকু তা নিয়ে যথেষ্ট সন্দিহান বিরোধীরা। কারণ মণিপুরের পাল্টা জবাবে পশ্চিমবঙ্গ, রাজস্থান, ছত্তিশগড়, বিহারের মতো রাজ্যে কয়েকটি নারী নির্যাতনের ঘটনা তুলে প্রতিআক্রমণের পথে হাঁটার বার্তা দিয়েছে বিজেপি। সোমবার অবিজেপি রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ তুলে ধর্নাও দেখিয়েছে বিরোধী সাংসদরা।

Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...
Exit mobile version