Wednesday, May 7, 2025

রবিবারের বর্ষণ ফের বাড়ছে যমুনার জল।দিল্লির রাজপথ কী ফের জলমগ্ন হবে? এই আশঙ্কাই এখন তাড়া করছে রাজধানীকে। ইতিমধ্যেই নতুন করে দিল্লিতে বন্যা পরিস্থিতির সতর্কতা জারি করা হয়েছে। আবার বিপদসীমা পার করে বইছে যমুনা নদীর জল। এই পরিস্থিতিতে নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরাতে তৎপর হয়েছে প্রশাসন।

আরও পড়ুনঃBreakfast news : ব্রেকফাস্ট নিউজ

উত্তর পূর্ব দিল্লির বেশ কিছু এলাকায় ভারী বর্ষণের পরই শনিবার হরিয়ানার হাথনিকুণ্ড বাঁধ থেকে জল ছাড়া হয়েছে। তারপরই যমুনার জলস্তর আবার বাড়তে শুরু করেছে। রবিবার সকাল ১০টায় যমুনার জলস্তর ছুঁয়েছিল ২০৬.০১ মিটার। বিকেল ৪টের সময় সেই সীমা ছুঁয়েছে ২০৬.৩১ মিটার। রাত ৮টায় যমুনার জলস্তর ছুঁয়েছে ২০৬.৩৯ মিটার। ক্রমেই জলস্তর বাড়ছে।
কয়েক দিন আগে যমুনার জলোচ্ছ্বাসে রাজধানীর বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। এমনকি, লালকেল্লার দেওয়ালও ছুঁয়ে ফেলেছিল যমুনার জল। প্লাবিত হয়েছিল দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাট। তাই নতুন করে যমুনার জলস্তর বাড়ায় চিন্তায় প্রশাসন।

রবিবার বিকেলে নিচু এলাকার বাসিন্দাদের অন্যত্র যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মাইকিং করা হচ্ছে। নদী তীরবর্তী এলাকায় না থাকার বার্তা দেওয়া হয়েছে। যমুনার জলস্তর এ ভাবে বাড়তে থাকলে দিল্লিতে ফের ধাক্কা খেতে পারে পানীয় জল সরবরাহ। ওয়াজিরাবাদের পাম্পিং স্টেশনে জল জমে থাকায় পানীয় জল সরবরাহে ঘাটতি হয়েছিল। গত মঙ্গলবার থেকে তা স্বাভাবিক হয়েছিল। ফের তাতে ব্যাঘাত হতে পারে। যমুনার জলস্তর বৃদ্ধির মধ্যেই রবিবার বৃষ্টিতে ভিজেছে রাজধানী। দিল্লির বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।

Related articles

SSC নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের বেতন ফেরানোর সুপ্রিম নির্দেশ কার্যকরী হচ্ছে না অভিযোগ করে আদালত অবমাননার মামলা...

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...
Exit mobile version