Sunday, May 4, 2025

মানুষ সব বুঝতে পারছেন, মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে INDIA জোটের ধর্নায় অভিষেক

Date:

প্রায় দু’মাস কেটে গেলেও জাতি দাঙ্গায় অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতি কোনওভাবেই নিয়ন্ত্রণে আনতে পারেনি রাজ্য ও কেন্দ্রের প্রশাসন। বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন মণিপুর ইস্যুতে সংসদের দুই কক্ষে বিবৃতি দিন প্রধানমন্ত্রী। এমন দাবি তুলে আজ, সোমবার সকাল থেকেই চাপ বাড়াল তামাম বিরোধী শিবির। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির সামনে ধর্না কর্মসূচি শুরু করল “INDIA” জোটের শরিক দলগুলি। INDIA’র এই অবস্থান বিক্ষোভের নেতৃত্ব দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সম্মিলিত বিরোধীদের মূল দাবি একটাই, লোকসভা ও রাজ্যসভায় প্রধানমন্ত্রীকে মণিপুর নিয়ে বিবৃতি দিতে হবে। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের রাজ্যসভা লোকসভার প্রায় সব সাংসদই হাজির ছিলেন। মণিপুর ইস্যুতে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তোলেন সকলে।

এদিন ধর্ণার চলাকালীন মণিপুর ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে সরব হতে দেখা যায় ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। উপস্থিত সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “মণিপুরের ঘটনা থেকে নজর ঘোরাতেই বাংলা, রাজস্থান প্রসঙ্গ তুলে আনছেন বিজেপি নেতা-মন্ত্রীরা। কিন্তু তাতে লাভ হবে না। মণিপুরে কী ঘটছে, দেশের মানুষ তা বুঝতে পারছেন। প্রধানমন্ত্রী কোনও প্রতিশ্রুতি রাখতে পারেন না। ২০২২-এর মধ্যে দেশের সবার মাথার উপর ছাদ থাকবে বলেছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। আর এদিকে বিপুল টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি হয়েছে। লজ্জায় মাথায় হেঁট হয়ে যায়।”

অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং এদিন সমস্ত বিরোধী দলের নেতাকে ফোন করে সুষ্ঠু ভাবে সংসদ চালাতে সহযোগিতা চান।ফোন করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদসুদীপ বন্দ্যোপাধ্যায়কেও। সুদীপবাবু তাঁকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী সংসদে বিবৃতি না দিলে সুর নরম হবে না। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি চাই।”

আরও পড়ুন:মণিপুর ইস্যুতে তৃণমূলের ধর্নাস্থল দখল বিজেপির! ডেরেকর দাবি, সঠিক লক্ষ্যেই এগোচ্ছে INDIA

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version