Wednesday, November 5, 2025

বাংলায় রামনবমীতে (Ram Navami) অশান্তির ঘটনার তদন্ত করবে এনআইএ (NIA)। সোমবার একথাই স্পষ্ট করে জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারডিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সোমবার সেই আবেদন খারিজ করে দিয়ে স্পষ্ট জানিয়ে দেয় এই সমস্ত ক্ষেত্রে কেন্দ্র স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে পারে। আর সেকারণেই এই তদন্তভার এনআইএ-এর হাতে তুলে দিতে পারে কেন্দ্র। সংবিধানে তাদের সেই ক্ষমতা দেওয়া আছে।

সোমবার মামলার শুনানি চলাকালীন দেশের শীর্ষ আদালত সাফ জানিয়েছে, কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এনআইএ তদন্তের যে নির্দেশ দিয়েছে, তাতে কোনওভাবে হস্তক্ষেপ করা হবে না। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের রায়ই বহাল থাকবে বলেই জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া ও ডালখোলা। বিজেপির মিছিলকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে একাধিক এলাকা।

এরপরই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, কে বা কারা এই অশান্তিতে উসকানি দিয়েছে বা কারা লাভবান হয়েছে, তা জানা রাজ্য পুলিশের পক্ষে অসম্ভব। সেকারণেই কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করা প্রয়োজন। আর সেই তদন্তভার নিতে প্রস্তুত বলেও আদালতে জানিয়েছিল NIA। তবে গরমের ছুটির আগে অন্তর্বর্তীকালীন নির্দেশে হাই কোর্টের নির্দেশ বহাল রাখে শীর্ষ আদালত। এবার চূড়ান্তভাবে তা জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত।

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version