একদিকে জলযন্ত্রণায় ভুগছে উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য। বর্ষা প্রবেশ করতেই বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গেও। অথচ বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। বর্ষাকাল হলেও ঝেঁপে বৃষ্টি নেই। এদিকে বাতাসে জলীয় বাষ্প থাকায় ভ্যাপসা গরমে নাকাল কলকাতাবাসী। শ্রাবণের ধারা কই? এই প্রশ্নই এখন দক্ষিণবঙ্গবাসীর মনে।
আরও পড়ুনঃসীমা হায়দারকে নিয়ে ধোঁয়াশা, পাক বধূর পরিচয়পত্র পাকিস্তানি দূতাবাসে পাঠালো ATS
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী ৩ দিনের মধ্যে, উল্টে ঝিরিঝিরি বৃষ্টি বা বিক্ষিপ্ত কয়েক পশলা বৃষ্টির ফলে বাড়বে গরম। এতদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও ধীরে ধীরে সেখানেও বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে মঙ্গলবার থেকেই। সোমবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় যেমন জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।তবে, কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে আগামীকাল থেকেই কমবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে কলকাতায় আপেক্ষিক তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে সকালে তাপমাত্রা কম থাকলেও সারাদিনই আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাকাল হবেন নিত্যযাত্রীরা।