Sunday, November 9, 2025

লখনৌ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন গম্ভীর, কী বললেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা?

Date:

লখনৌ সুপার জায়ান্টস কি ছেঁটে ফেলছে গৌতম গম্ভীরকে? সদ‍্য শেষ হয়েছে আইপিএল ২০২৩। আইপিএল ২০২৪ শুরু হতে এখনও অনেকদিন বাকি থাকলেও এনিয়ে চর্চা কিন্ত শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে দলের কোচ অ‍্যান্ডি ফ্লাওয়ারকে সরিয়ে আগামী মরশুমের জন‍্য দলের কোচ হয়ে আসছেন জাস্টিন ল্যাঙ্গার। যা সরকারিভাবে ঘোষনাও করে দিয়েছে লখনৌ কর্তৃপক্ষ। এরপরই প্রশ্ন ওঠে এবার কি তবে কোপ পড়বে মেন্টর গম্ভীরের ওপর? এই গুঞ্জনের মাঝেই কলকাতায় এই ব্যাপারে মুখ খুললেন লখনৌ সুপার জায়ান্ট তথা মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের জার্সি উদ্বোধনের অনুষ্ঠানে এসে সঞ্জীব গোয়েঙ্কা যদিও সরাসরি কিছুই স্বীকার করলেন না।

সাংবাদিকের প্রশ্নে এই নিয়ে তিনি বলেন, “আপনারাই এই ধরনের বিতর্ক তৈরি করেন, আবার এর উত্তরও চান আমাদের কাছ থেকে। আমি এখন এইটুকু বলতে পারি, আমরা যা করার পরিকল্পনা করেছি সেটাই করব। এখনও এই ব্যাপারে কিছু চূড়ান্ত হয়নি।”লখনউ-এর অন্য কর্তাদের দাবি, এখনও অবধি গম্ভীর তাঁদের সঙ্গেই রয়েছেন।

তবে শোনা যাচ্ছিল, কলকাতা নাইট রাইডার্সে মেন্টর হয়ে ফিরতে পারেন দু’বার কেকেআর-কে আইপিএল দেওয়া ক্যাপ্টেন। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে গম্ভীরের সম্পর্ক দীর্ঘদিনের। যদিও ২০১৮ সালের পর তাঁকে দলে রাখেননি শাহরুখ খানরা। তবে খেলা ছাড়ার পর গম্ভীরকে কেকেআরের অন্য কোনও ভূমিকায় দেখা যায়নি। গত দুই বছর ধরে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর পদে রয়েছেন তিনি। এই দুই মরশুমেই প্লে অফে খেলেছে লখনৌ। কেকেআরকে জোড়া ট্রফি জেতানো গম্ভীর মেন্টর পদে নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন। তাই যতই গুঞ্জন থাকুক, লখনৌ ছেড়ে গম্ভীরের কেকেআরে যোগ দেওয়ার সম্ভাবনা এখনই নেই বললেই চলে। আর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কথায় সেটাই যেন আরও একবার স্পষ্ট হল।

আরও পড়ুন:প্রকাশিত বাগানের নতুন জার্সি, দলের সাফল্য নিয়ে আশাবাদী গোয়েঙ্কা

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version