Monday, August 25, 2025

ডে.ঙ্গিতে কলকাতায় ফের মৃ.ত্যু! বেলেঘাটা আইডিতে প্রাণ হারালেন বৃদ্ধা

Date:

বর্ষা আসতেই আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গি! সোমবারের পর মঙ্গলবারও কলকাতায় মৃত্যু হল এক ডেঙ্গি আক্রান্ত বৃদ্ধার। আজ সকালে বেলেঘাটা আইডি হাসপাতালে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়।

আরও পড়ুনঃদেশজুড়ে মহিলাদের বিরুদ্ধে অপরাধের শীর্ষে যোগীর ডাবল ইঞ্জিন উত্তর প্রদেশ

মৃত বৃদ্ধার নাম উমা সরকার নদিয়ার রানাঘাটের বাসিন্দা।বেলেঘাটা আইডি সূত্রে খবর, জ্বর নিয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন তিনি। সিসিইউতে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু চিকিৎসায় আর সাড়া দিতে পারেননি। শুক্রবার মৃত্যু হয় তাঁর। ডেঙ্গি আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বলেই জানানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে প্রাণ হারায় ন’বছরের ষষ্ঠশ্রেণির বালিকা পল্লবী দে। দিন কয়েক আগে জ্বরে আক্রান্ত হয় ষষ্ঠ শ্রেণি ছাত্রী পল্লবী। শারীরিক পরীক্ষার পর ডেঙ্গি ধরা পড়ে। চিকিৎসকরা জানতে পারেন নাক, মুখ, হাতের চামড়া দিয়ে রক্ত বের হচ্ছিল পল্লবীর। গত শুক্রবার গোটা দিন ধরে তাকে সুস্থ করার সবরকম চেষ্টা চালানো হলেও শেষরক্ষা হয়নি। শনিবার মৃত্যু হয় পিকনিক গার্ডেনের বাসিন্দা ওই কিশোরীর।
ডেঙ্গি নিয়ে রাজ্যবাসীকে আগেভাগেই সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দফতর। ডেঙ্গি নিয়ে সাবধান করতে নতুন গাইডলাইনও দিয়েছে স্বাস্থ্যভবন। সেই গাইডলাইনে বলা হয়েছে, রোগীর প্লেটলেট কাউন্ট ১০ হাজারের নীচে গেলে প্লেটলেট দিতে হবে।যেসব রোগীদের প্লেটলেট কাউন্ট ১০ থেকে ২০ হাজারের মধ্যে, সেক্ষেত্রে রক্তপাত না হলে প্লেটলেট দেওয়ার প্রয়োজন নেই। কোন গ্রুপের প্লেটলেট প্রয়োজন, প্রেসক্রিপশনে তাও উল্লেখ করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version