Friday, November 7, 2025

সমীক্ষার কাজ চললে বড় ক্ষতির আ.শঙ্কা! জ্ঞানবাপীকাণ্ডে ASI-র ভূমিকা নিয়ে আদালতে প্রশ্ন মসজিদ কমিটির

Date:

জ্ঞানবাপী মসজিদে (Gyanvapi) আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই (ASI) সমীক্ষার কাজ চালালে প্রাচীন ওই সৌধের বড়সড় ক্ষতির আশঙ্কা রয়েছে। বুধবার এলাহবাদ হাইকোর্টে (Allahabad High Court) এমনই আশঙ্কার কথা জানাল মসজিদ কমিটি (Mosque Committee)। তবে এদিন কমিটির আশঙ্কার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সাফ জানিয়েছে, আপনারা যদি এএসআই-এর বিশেষজ্ঞদের উপরেও আস্থা রাখতে না পারেন, সেক্ষেত্রে আর কিছুই বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে, বুধবারই সুপ্রিম কোর্টের (Supreme Court of India) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ নতুন করে মসজিদ কমিটির স্পেশাল লিভ পিটিশনের (Special Leave Petition) শুনানিতে সম্মতি দিয়েছে।

মসজিদ কমিটির আইনজীবী হাজেফা আহমদির আবেদন মেনে গত সোমবার বারাণসী জেলা আদালদতের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের এই বেঞ্চ। বুধবার বিকেল ৫টা পর্যন্ত জ্ঞানবাপী চত্বরে সমস্ত সমীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ওই সময়সীমার মধ্যে বারাণসী জেলা আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এলাবাবাদ হাই কোর্টে যেতে পারে মসজিদ কমিটি। আর তারপরই হাইকোর্টের দ্বারস্থ হয় কমিটি। শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনেই মঙ্গলবার এএসআই-এর সমীক্ষা বন্ধের দাবিতে এলাহাবাদ হাই কোর্টে আবেদন জানিয়েছিল মসজিদ কমিটি।

বুধবার মুসলিমপক্ষের আইনজীবী বলেন, এএসআই সমীক্ষা চালালে হাজার বছরের পুরনো এই ঐতিহাসিক স্থাপত্য ভেঙে পড়তে পারে। তবে এর আগে সোমবার শীর্ষ আদালতে এএসআই স্পষ্ট জানিয়ে দেয়, কোনও খননকাজ না করে তারা সমীক্ষা চালাতে সক্ষম। এর ফলে মসজিদের বিন্দুমাত্র ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। গত ২১ জুলাই এএসআই-কে জ্ঞানবাপী চত্বরে বৈজ্ঞানিক সমীক্ষার’ নির্দেশ দিয়েছিল বারাণসী জেলা আদালত।

 

 

Related articles

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...

জোর ধাক্কা কেন্দ্রের, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের

আদালতে জোর ধাক্কা কেন্দ্রের বিজেপি সরকারের। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া আটকে রেখে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে চলেছে মোদি-...
Exit mobile version