ডল*ফিন রান্না করে খেলেন মৎস্যজীবীরা, গ্রেফ*তার এক

বন্য সুরক্ষা আইন (Wildlife Protection Act)বলছে ডলফিনকে সংরক্ষিত প্রাণী হিসেবে গণ্য করা হয়। আর সেই প্রাণীকেই ধরে রান্না করে খাওয়ার অভিযোগ একদল মৎস্যজীবীদের বিরুদ্ধে। সোমবার ছায়াল ফরেস্ট রেঞ্জের (Chayal Forest Range) অফিসার রবীন্দ্র কুমার মৎস্যজীবীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যাচ্ছে যমুনা নদী থেকে প্রায় এক কুইন্টাল ওজনের ডলফিন উদ্ধার করেছিলেন মৎস্যজীবীরা। কাঁধে করে নিয়ে যাওয়ার ছবি ভাইরালও হয়েছে। গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিতে উত্তরপ্রদেশের যমুনার জলস্তর অনেকটাই বেড়েছে। ভাসতে ভাসতে ওই ডলফিন চলে আসে বলে মনে করা হচ্ছে। উত্তর প্রদেশের কৌশাম্বি এলাকার মৎস্যজীবীদের বিরুদ্ধে অভিযোগ যে তাঁরা সেই ডলফিন রান্না করে খেয়ে ফেলেন। বন্যপ্রাণী সুরক্ষা আইনের (১৯৭২) অধীনে রঞ্জিত কুমার, সঞ্জয় দেওয়ান, বাবাজি এবং গেন্দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রঞ্জিতকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিরা পলাতক।