Sunday, November 9, 2025

ভারত-পাক ম্যাচের দিনবদল! বিশ্বকাপ সূচিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

Date:

হাইভোল্টেজ ম্যাচ মানেই ক্রিকেট দুনিয়ায় উঠে আসে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের নাম। একজন নীল জার্সি অন্যজন সবুজ। কাঁটাতারের দুই পাড়ের শত্রুতা খেলোয়াড়দের মনে না থাকলেও অনুরাগীদের মনে রয়েই গেছে। তাই ভারত পাকিস্তান (India Pakistan Match)ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা সঙ্গে বাড়তি নিরাপত্তাও। ক্রিকেটের বিশ্বযুদ্ধে এই দুই দলের সম্মুখ সমর দেখার চাহিদা সবচেয়ে বেশি। ICC এর তরফ থেকে প্রকাশিত বিশ্বকাপ সূচি (World Cup Schedule) অনুযায়ী আগামী ১৫ অক্টোবর ভারত এবং পাকিস্তানের ম্যাচ (India Pakistan cricket match) হওয়ার কথা। তবে এবার জানা যাচ্ছে যে সেই ম্যাচ পিছিয়ে যেতে পারে।

গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই বিশ্বকাপের সবথেকে বড় ম্যাচ ভারত বনাম পাকিস্তানের খেলার কথা। কিন্তু ঐদিন থেকে নবরাত্রি শুরু হচ্ছে। ফলে নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর মতোই, গুজরাট জুড়ে নবরাত্রির একটা বিশেষ উন্মাদনা থাকে। ফলে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা থেকে শুরু করে ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। হাইভোল্টেজ ম্যাচে হাইপ্রোফাইল দর্শক অতিথিরা আসবেন দেশ বিদেশ থেকে। তাই সবদিক ভেবে স্থান বা দিন পরিবর্তন নিয়ে চিন্তাভাবনা করছেন বোর্ড কর্তারা। যদিও স্থান পরিবর্তনের সম্ভাবনা তাই নেই বললেই চলে। মঙ্গলবার রাতে বোর্ডের সচিব জয় শাহ বিশ্বকাপের ম্যাচ আয়োজনকারী সব রাজ্য সংস্থাকে নয়াদিল্লিতে একটি বৈঠকে ডাকেন। আগামী বৃহস্পতিবার বোর্ডের একটি বৈঠক রয়েছে। সেখানেই এই ম্যাচের নতুন তারিখ ঘোষণা করা হতে পারে।

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version