Sunday, August 24, 2025

ভারত-পাক ম্যাচের দিনবদল! বিশ্বকাপ সূচিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

Date:

হাইভোল্টেজ ম্যাচ মানেই ক্রিকেট দুনিয়ায় উঠে আসে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের নাম। একজন নীল জার্সি অন্যজন সবুজ। কাঁটাতারের দুই পাড়ের শত্রুতা খেলোয়াড়দের মনে না থাকলেও অনুরাগীদের মনে রয়েই গেছে। তাই ভারত পাকিস্তান (India Pakistan Match)ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা সঙ্গে বাড়তি নিরাপত্তাও। ক্রিকেটের বিশ্বযুদ্ধে এই দুই দলের সম্মুখ সমর দেখার চাহিদা সবচেয়ে বেশি। ICC এর তরফ থেকে প্রকাশিত বিশ্বকাপ সূচি (World Cup Schedule) অনুযায়ী আগামী ১৫ অক্টোবর ভারত এবং পাকিস্তানের ম্যাচ (India Pakistan cricket match) হওয়ার কথা। তবে এবার জানা যাচ্ছে যে সেই ম্যাচ পিছিয়ে যেতে পারে।

গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই বিশ্বকাপের সবথেকে বড় ম্যাচ ভারত বনাম পাকিস্তানের খেলার কথা। কিন্তু ঐদিন থেকে নবরাত্রি শুরু হচ্ছে। ফলে নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর মতোই, গুজরাট জুড়ে নবরাত্রির একটা বিশেষ উন্মাদনা থাকে। ফলে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা থেকে শুরু করে ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। হাইভোল্টেজ ম্যাচে হাইপ্রোফাইল দর্শক অতিথিরা আসবেন দেশ বিদেশ থেকে। তাই সবদিক ভেবে স্থান বা দিন পরিবর্তন নিয়ে চিন্তাভাবনা করছেন বোর্ড কর্তারা। যদিও স্থান পরিবর্তনের সম্ভাবনা তাই নেই বললেই চলে। মঙ্গলবার রাতে বোর্ডের সচিব জয় শাহ বিশ্বকাপের ম্যাচ আয়োজনকারী সব রাজ্য সংস্থাকে নয়াদিল্লিতে একটি বৈঠকে ডাকেন। আগামী বৃহস্পতিবার বোর্ডের একটি বৈঠক রয়েছে। সেখানেই এই ম্যাচের নতুন তারিখ ঘোষণা করা হতে পারে।

 

 

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version