Saturday, May 3, 2025

”এই পরিবর্তন চাননি তো কী চেয়েছিলেন?” ‘সময়ের ডাকে’ তৃণমূলপন্থী বিদ্বজনেরা

Date:

এবার অপর্ণা সেনদের (Aparna Sen) খোলা চিঠির পাল্টা সাংবাদিক বৈঠক করলেন তৃণমূলপন্থী বিশিষ্টজনেরা। সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে বিক্ষিপ্ত অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছিলেন অপর্ণা সেনরা। পাল্টা কবীর সুমনরা (Kabir Suman) মনে করছেন, আসলে অপর্ণা সেনরা মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সহ্য করতে পারছেন না। তৃণমূলকর্মীদেরই বেশি প্রাণ যাওয়ার তত্ত্ব সামনে তুলে দাবি তৃণমূলপন্থী বিশিষ্টদের।

ভোট হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে দায়ী করে চিঠি দিয়েছিলেন একশ্রেণীর বিশিষ্টরা। এবার তার পাল্টা আসরে নামলেন তৃণমূলপন্থী বিশিষ্টরা। ভোট হিংসার জন্য মুখ্যমন্ত্রীদের দায়ী করে অপর্ণাদের চিঠির পাল্টা জবাব কবীর সুমনদের। এদিন কলকাতা প্রেসক্লাবে ‘সময়ের ডাকে’ শিরোনামে সাংবাদিক বৈঠক করেন কবীর সুমন, আবুল বাশার, পূর্ণেন্দু বসু, হরনাথ চক্রবর্তী,যোগেন চৌধুরী, অনামিকা সাহা, শান্তিরঞ্জন দাশগুপ্ত, অর্পিতা ঘোষরা।

সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান তুলে ধরে পাশে থাকার বার্তা দেন তৃণমূলপন্থী বিদ্বজনেরা। এদিন সাংবাদিক বৈঠক থেকে তাঁরা বলেন, “ভোটে তো গোলমাল হবেই, ভোট হয়ে যায় না, করাতে হয়। নল দিয়ে ভোট হয়, যেদিন থেকে বোধবুদ্ধি, সেদিন থেকেই দেখছি। তৃণমূলকর্মীরা সবচেয়ে বেশি মারা গেছে। অল্প কয়েকটি জায়গায় হয়েছে। সেটাও কাম্য নয়।” ব্যাখ্যা কবীর সুমনের। অপর্ণাদের জবাব দিয়ে কবীর সুমনদের আরও সংযোজন, “সাদা থানের কথা ভুলি কী করে? বলতেই পারেন এই পরিবর্তন চাইনি, কিন্তু কী চেয়েছিলেন? আমি চাই à§© হাজার বছর মমতা ক্ষমতায় থাকুন।”

উল্লেখ্য, ভোট-হিংসার জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করে খোলা চিঠি দিয়েছিলেন অশোক গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেন, কৌশিক সেনরা। মুখ্যমন্ত্রীকে দেওয়া ওই চিঠিতে বিশিষ্টরা উল্লেখ করেছিলেন, স্থানীয় পুলিশ-প্রশাসনে ভরসা করেই চলতে হয় কমিশন-কেন্দ্রীয় বাহিনীকে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দায়িত্ব অস্বীকার করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায়। হিংসা বন্ধে অবিলম্বে রাজ্য সরকারকে উদ্যোগী হওয়ার আবেদনও করেছিলেন বিশিষ্টরা। এদিন তারই পাল্টা দিলেন তৃণমূলপন্থী বিদ্বজনেরা।

 

 

 

Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...
Exit mobile version