Sunday, May 4, 2025

বর্ষার মরসুমে তেলঙ্গানার সবথেকে উঁচু জলপ্রপাত দেখতে প্রতিবছরই ভিড় জমান পর্যটকরা। বুধবারও পাহাড়ের শিখরে পৌঁছে প্রকৃতির অপরূপ মহিমা দেখতে চূড়ায় পৌঁছে যান তাঁরা। কিন্তু সেখানেই অপেক্ষা করছিল বিপদ। বৃষ্টির জেরে জল জমে যাওয়ায় নীচে নামতে পারছিল না পর্যটকের দলটি।খবর পেতেই বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছে তাঁদের সুস্থভাবে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

আরও পড়ুনঃ মণিপুর ইস্যুতে তপ্ত সংসদ, আজ কালো পোশাক পরে প্রতিবাদ

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার মুলুগু জেলার মুত্যলধারা জলপ্রপাতের কাছে।বর্ষার মরসুমে মেঘের কোলে পাহাড়ের লুকিয়ে থাকার অপূর্ব দৃশ্য কার মা ভালো লাগে! সেখান থেকে আবার যদি ঝর্ণা বেয়ে পড়ে, সে দৃশ্য তো আরও মনোরম। ঠিক তেমনই পাহাড়ের খাঁজে খাঁজে লুকিয়ে থাকে অজানা বিপদ। কখন ধস নামবে বা কখন খরস্রোতা নদীর জলস্রোতে ভাঙতে শুরু করবে, তা সকলেরই অজানা।সব জেনেও দুর্গম পথ বেয়ে প্রকৃতির মহিমা দেখার মোহে ৮৫ জনের একটি দল বুধবার চড়াই পথে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন। গন্তব্যস্থলে পৌঁছনোর পর পর্যাপ্ত সময়ও কাটান তাঁরা। কিন্তু ফেরার পথেই ঘটে বিপত্তি।

বৃষ্টির ফলে জলের মাত্রা বৃদ্ধি পেতে থাকায় পর্যটকেরা পাহাড়ি জঙ্গলের মাঝে আটকে যান। সারা রাত ধরে নামার চেষ্টা করলেও পথ খুঁজে পাননি তাঁরা। পরে স্থানীয় পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় মোকাবিলা বাহিনীকে খবর দেন পর্যটকেরা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে ছুটে আসেন ৫০ জন কর্মী। রাতের অন্ধকারেই পর্যটকদের খুঁজে বার করে নীচে নামিয়ে আনেন উদ্ধারকর্মীরা।

জানা গেছে, ৮৫ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে।তাঁরা সকলেই নিরাপদেই রয়েছেন।

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version