Saturday, August 23, 2025

মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই তৎপরতা তুঙ্গে! ভাঙড়ে কলকাতা পুলিশের বিশেষ দল

Date:

বুধবার বিকেলেই আলিপুর বডিগার্ড লাইনের একটি অনুষ্ঠান থেকে ভাঙড় (Bhangar) এবং সংলগ্ন এলাকার জন্য পৃথক ডিভিশন (Division) তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভাঙড়কে কলকাতা পুলিশের (Kolkata Police) আওতায় নিয়ে আসার জন্য কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ পাওয়ার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এবার ভাঙড়ে পৌঁছল কলকাতা পুলিশের বিশেষ দল (Special Team)। বৃহস্পতিবার ভাঙড় থানা সহ একাধিক এলাকায় পরিদর্শন করে দলটি।

বৃহস্পতিবার সকালে লালবাজারের (Lal Bazar) একটি প্রতিনিধি দল কলকাতা লেদার কমপ্লেক্স থানার দায়িত্বপ্রাপ্ত এসি, ডিসি পদমর্যাদার অফিসারদের নিয়ে ভাঙড় থানায় যান। সূত্রের খবর, সেখানেই রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে আলোচনার পাশাপাশি দীর্ঘক্ষণ বৈঠকও করেন তাঁরা। পাশাপাশি এদিন ভাঙড় ও কাশীপুর থানা এলাকার বেশ কয়েকটি জায়গা সরজমিনে খতিয়ে দেখবেন প্রতিনিধি দলের উচ্চপদস্থ আধিকারিকরা।

এতদিন দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পুলিশ জেলার অধীনে ছিল ভাঙ়ড় ও কাশীপুর থানা। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্ব থেকে নির্বাচন পরবর্তী সময়েও আইএসএফ-সহ বিরোধীদের লাগাতার অশান্তির জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তবে ভাঙড়ে যাতে আর নতুন করে কোনও অশান্তি ছড়িয়ে না পড়ে সেকারণেই বুধবার বড় পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version