Saturday, November 8, 2025

মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই তৎপরতা তুঙ্গে! ভাঙড়ে কলকাতা পুলিশের বিশেষ দল

Date:

বুধবার বিকেলেই আলিপুর বডিগার্ড লাইনের একটি অনুষ্ঠান থেকে ভাঙড় (Bhangar) এবং সংলগ্ন এলাকার জন্য পৃথক ডিভিশন (Division) তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভাঙড়কে কলকাতা পুলিশের (Kolkata Police) আওতায় নিয়ে আসার জন্য কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ পাওয়ার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এবার ভাঙড়ে পৌঁছল কলকাতা পুলিশের বিশেষ দল (Special Team)। বৃহস্পতিবার ভাঙড় থানা সহ একাধিক এলাকায় পরিদর্শন করে দলটি।

বৃহস্পতিবার সকালে লালবাজারের (Lal Bazar) একটি প্রতিনিধি দল কলকাতা লেদার কমপ্লেক্স থানার দায়িত্বপ্রাপ্ত এসি, ডিসি পদমর্যাদার অফিসারদের নিয়ে ভাঙড় থানায় যান। সূত্রের খবর, সেখানেই রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে আলোচনার পাশাপাশি দীর্ঘক্ষণ বৈঠকও করেন তাঁরা। পাশাপাশি এদিন ভাঙড় ও কাশীপুর থানা এলাকার বেশ কয়েকটি জায়গা সরজমিনে খতিয়ে দেখবেন প্রতিনিধি দলের উচ্চপদস্থ আধিকারিকরা।

এতদিন দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পুলিশ জেলার অধীনে ছিল ভাঙ়ড় ও কাশীপুর থানা। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্ব থেকে নির্বাচন পরবর্তী সময়েও আইএসএফ-সহ বিরোধীদের লাগাতার অশান্তির জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তবে ভাঙড়ে যাতে আর নতুন করে কোনও অশান্তি ছড়িয়ে না পড়ে সেকারণেই বুধবার বড় পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version