Monday, May 5, 2025

মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই তৎপরতা তুঙ্গে! ভাঙড়ে কলকাতা পুলিশের বিশেষ দল

Date:

বুধবার বিকেলেই আলিপুর বডিগার্ড লাইনের একটি অনুষ্ঠান থেকে ভাঙড় (Bhangar) এবং সংলগ্ন এলাকার জন্য পৃথক ডিভিশন (Division) তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভাঙড়কে কলকাতা পুলিশের (Kolkata Police) আওতায় নিয়ে আসার জন্য কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ পাওয়ার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এবার ভাঙড়ে পৌঁছল কলকাতা পুলিশের বিশেষ দল (Special Team)। বৃহস্পতিবার ভাঙড় থানা সহ একাধিক এলাকায় পরিদর্শন করে দলটি।

বৃহস্পতিবার সকালে লালবাজারের (Lal Bazar) একটি প্রতিনিধি দল কলকাতা লেদার কমপ্লেক্স থানার দায়িত্বপ্রাপ্ত এসি, ডিসি পদমর্যাদার অফিসারদের নিয়ে ভাঙড় থানায় যান। সূত্রের খবর, সেখানেই রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে আলোচনার পাশাপাশি দীর্ঘক্ষণ বৈঠকও করেন তাঁরা। পাশাপাশি এদিন ভাঙড় ও কাশীপুর থানা এলাকার বেশ কয়েকটি জায়গা সরজমিনে খতিয়ে দেখবেন প্রতিনিধি দলের উচ্চপদস্থ আধিকারিকরা।

এতদিন দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পুলিশ জেলার অধীনে ছিল ভাঙ়ড় ও কাশীপুর থানা। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্ব থেকে নির্বাচন পরবর্তী সময়েও আইএসএফ-সহ বিরোধীদের লাগাতার অশান্তির জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তবে ভাঙড়ে যাতে আর নতুন করে কোনও অশান্তি ছড়িয়ে না পড়ে সেকারণেই বুধবার বড় পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version