Thursday, August 21, 2025

দেশী-বিদেশী পর্যটকের সংখ্যা বিপুল হারে বেড়েছে বাংলায়: বিধানসভায় জানালেন মন্ত্রী বাবুল

Date:

বারবার রাজ্যের পর্যটন শিল্পের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarejee)। তাঁর পরিকল্পনা ও উদ্যোগেই নতুন নতুন পর্যটনস্থল গড়ে উঠেছে বাংলা। হোম স্টের মাধ্যমে হাল ফিরছে অর্থনীতির। তার পর্যটকদের আগামনেও। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির মানোন্নয়ন এবং পর্যটন নিয়ে লাগাতার প্রচারের ফলে বাংলায় বিপুল হারে বেড়েছে দেশী-বিদেশী পর্যটকের সংখ্যা। বৃহস্পতিবার, বিধানসভার প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এদিন মন্ত্রী জানান, অন্যান্য রাজ্যের পর্যটকের পাশাপাশি ভিনদেশী পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। চলতি অর্থবছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত রাজ্যে ৬ কোটি ৭৭ লক্ষ পর্যটক এসেছেন। এর মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা ১১ লক্ষ ৬১ হাজার। বাবুল জানান, বিদেশি পর্যটকের সমাগমের নিরিখে দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বাংলা। পর্যটনকেন্দ্রে স্থানীয় পর্যটকে সমাগমের নিরিখে দেশের মধ্যে রাজ্যের স্থান ষষ্ঠ।

পর্যটন মন্ত্রী বলেন, রাজ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। যেখানে পর্যটকরা যেতে পারে। কিন্তু প্রচারের অভাবে সেই সব জায়গা সম্পর্কে মানুষ জানতে পারেন না। বর্তমানে এই নিয়ে প্রচার অনেকে বেড়েছে। পর্যটকদের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যে নানা স্বল্প পরিচিত পর্যটন কেন্দ্রে হোম স্টে তৈরি করে রাজ্য অভূতপূর্ব সাফল্য পেয়েছে। ইতিমধ্যে রাজ্যে ২,২৪৭ টি হোম স্ট্রে তৈরি হয়েছে। হোম স্ট্রে-তে রাজ্য সরকার ১ লক্ষ টাকা করে ভর্তূকি দেওয়া হচ্ছে। এবাবদ রাজ্য সরকার ১০ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যায় করেছে। পর্যটকদের সুবিধার জন্য ৭০ টি পথসাথী তৈরি করা হয়েছে বলে মন্ত্রী জানান।

বারবারই রাজ্যের পর্যটন শিল্পে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। পর্যটন কেন্দ্রে হোম স্টে তৈরির ক্ষেত্রে সরকারি সহায়তার ব্যবস্থা করেছেন তিনি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ মুখ্যমন্ত্রীর উদ্যোগে তৈরি হয়েছে নতুন নতুন পর্যটনস্থল। আর তার জেরেই লাভের মুখ দেখছে পর্যটন শিল্প।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version