গত কয়েকদিন ধরেই গোটা দক্ষিণবঙ্গজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। আগামী চার-পাঁচ দিনও গোটা রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।শনিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। রবি ও সোমবার অপেক্ষাকৃত ভারী বৃষ্টি হবে।তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আরও পড়ুনঃএকটানা বৃষ্টিতে জলমগ্ন মুম্বই, জলের তোড়ে ভেসে মৃ.ত ১
দক্ষিণবঙ্গের পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির এখনই কোনও পূর্বাভাস নেই বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর।চলবে মেঘ-বৃষ্টির খেলা।শুক্রবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
জোড়া নিম্নচাপের জেরে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। শনিবারের পর বৃষ্টি বাড়বে। শুক্রবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯২ শতাংশ।

পুরুলিয়া , ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
অপরদিকে কিছুটা স্বস্তিতে থাকবে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। শনিবার থেকে বৃষ্টি উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।

