Sunday, November 9, 2025

গুরুতর অসু*স্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে রাজ্যপাল

Date:

শ্বাসকষ্টের সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। আজ দুপুরে গ্রিন করিডর করে তাঁকে কলকাতার আলিপুরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে COPD-এর সমস্যায় ভুগছেন তিনি। শনিবার দুপুরের পর অবস্থার অবনতি হয়, অক্সিজেন স্যাচুরেশন (oxygen saturation level) ৭০ এর নীচে নেমে যাওয়ায় তাঁর পরিবারের লোকেরা হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। বিকেল ৪.৩০ মিনিট নাগাদ তাঁকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে বলে খবর। সেখানে মীরা ভট্টাচার্য এবং সুচেতন ভট্টাচার্য রয়েছেন। ৪.৫০ মিনিট নাগাদ হাসপাতালে পৌঁছে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে রাজ্যপাল প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে দ্রুত মেডিক্যাল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করা হচ্ছে সঙ্কটজনক অবস্থা শীঘ্রই কাটিয়ে উঠবেন। রাজ্যপাল আরও বলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য শুধু একজন বিদগ্ধ রাজনীতিবিদ নয়, পাশাপাশি যথেষ্ট সংস্কৃতিমনস্ক মানুষ। চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করে সি ভি আনন্দ বোস বলেন, যে ডাক্তাররা অত্যন্ত দায়িত্বের সঙ্গে বুদ্ধবাবুর চিকিৎসা শুরু করেছেন। ইতিমধ্যেই ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সকলেই আশা করছেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। আপাতত প্রাক্তন মুখ্যমন্ত্রীর অক্সিজেন স্যাচুরেশন কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে। CCU-এর ৫১৬ নম্বর কেবিনে তাঁকে রাখা হয়েছে।

 

 

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version