Sunday, November 9, 2025

‘বন্দু.ক হাতে চন্দ্রচূড়কে মণিপুর পাঠানো হোক’! প্রধান বিচারপতির অবমাননায় ধৃত লেখক

Date:

গত তিন মাস ধরে হিংসাদীর্ণ উত্তর-পূর্বের ডবল ইঞ্জিনের রাজ্য মণিপুর(Manipur)। এই ইস্যুতেই দেশের প্রধান বিচারপতিকে(Chief Justice) অবমাননার অভিযোগে গ্রেফতার করা হলো প্রসিদ্ধ লেখক বদ্রি শেষাদ্রীকে(Badri Shesadri)। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকার দিতে গিয়ে মণিপুর ইস্যুতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ব্যাপক সমালোচনা করেন ওই লেখক। তার জেরেই গ্রেফতার(Arrest) করা হলো তাঁকে।

সম্প্রতি মণিপুর ইস্যুতে সাক্ষাৎকার দিতে গিয়ে সুপ্রিম কোর্টের সমালোচনা করে সীমা লঙ্ঘন করেন বদ্রি শেষাদ্রি। তিনি বলেন, “সুপ্রিম কোর্ট বলেছে কেন্দ্র কিছু না করতে পারলে আমরা করব। কী করবেন তাঁরা?” এরপরই সরাসরি প্রধান বিচারপতিকে নিশানায় নিয়ে তিনি জানান, “তাহলে ডিওয়াই চন্দ্রচূড়ের হাতে একটি বন্দুক দিয়ে তাঁকে মণিপুর পাঠানো হোক। দেখা যাক তিনি শান্তি ফেরাতে পারেন কিনা।” দেশের প্রধান বিচারপতিকে অবমাননা করে লেখকের এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় তামিলনাড়ুর এক থানায়। এই এফআইআরের ভিত্তিতে শনিবার তাঁকে গ্রেফতার করলো পুলিশ।

মনিপুরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার সেখানে পৌঁছেছেন ইন্ডিয়া জোটের ২০ সদস্যের প্রতিনিধিদল। নিরাপত্তা সংক্রান্ত বিষয় মাথায় রেখে বিশেষ চপারে তাঁদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এই দলে তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীররঞ্জন চৌধুরী গিয়েছেন মণিপুর সফরে। এছাড়া মোট ১৬ টি দলের ২০ জন প্রতিনিধি সেখানে উপস্থিত হয়েছেন। সংসদীয় প্রতিনিধি দল আজ ও আগামিকাল মণিপুরের হিংসা বিধ্বস্ত একাধিক এলাকা পরিদর্শন করবেন। কথা বলবেন কুকি ও মেইতেই গোষ্ঠীর বাসিন্দাদের সঙ্গে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version