Monday, August 25, 2025

‘বন্দু.ক হাতে চন্দ্রচূড়কে মণিপুর পাঠানো হোক’! প্রধান বিচারপতির অবমাননায় ধৃত লেখক

Date:

গত তিন মাস ধরে হিংসাদীর্ণ উত্তর-পূর্বের ডবল ইঞ্জিনের রাজ্য মণিপুর(Manipur)। এই ইস্যুতেই দেশের প্রধান বিচারপতিকে(Chief Justice) অবমাননার অভিযোগে গ্রেফতার করা হলো প্রসিদ্ধ লেখক বদ্রি শেষাদ্রীকে(Badri Shesadri)। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকার দিতে গিয়ে মণিপুর ইস্যুতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ব্যাপক সমালোচনা করেন ওই লেখক। তার জেরেই গ্রেফতার(Arrest) করা হলো তাঁকে।

সম্প্রতি মণিপুর ইস্যুতে সাক্ষাৎকার দিতে গিয়ে সুপ্রিম কোর্টের সমালোচনা করে সীমা লঙ্ঘন করেন বদ্রি শেষাদ্রি। তিনি বলেন, “সুপ্রিম কোর্ট বলেছে কেন্দ্র কিছু না করতে পারলে আমরা করব। কী করবেন তাঁরা?” এরপরই সরাসরি প্রধান বিচারপতিকে নিশানায় নিয়ে তিনি জানান, “তাহলে ডিওয়াই চন্দ্রচূড়ের হাতে একটি বন্দুক দিয়ে তাঁকে মণিপুর পাঠানো হোক। দেখা যাক তিনি শান্তি ফেরাতে পারেন কিনা।” দেশের প্রধান বিচারপতিকে অবমাননা করে লেখকের এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় তামিলনাড়ুর এক থানায়। এই এফআইআরের ভিত্তিতে শনিবার তাঁকে গ্রেফতার করলো পুলিশ।

মনিপুরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার সেখানে পৌঁছেছেন ইন্ডিয়া জোটের ২০ সদস্যের প্রতিনিধিদল। নিরাপত্তা সংক্রান্ত বিষয় মাথায় রেখে বিশেষ চপারে তাঁদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এই দলে তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীররঞ্জন চৌধুরী গিয়েছেন মণিপুর সফরে। এছাড়া মোট ১৬ টি দলের ২০ জন প্রতিনিধি সেখানে উপস্থিত হয়েছেন। সংসদীয় প্রতিনিধি দল আজ ও আগামিকাল মণিপুরের হিংসা বিধ্বস্ত একাধিক এলাকা পরিদর্শন করবেন। কথা বলবেন কুকি ও মেইতেই গোষ্ঠীর বাসিন্দাদের সঙ্গে।

Related articles

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...
Exit mobile version