Sunday, August 24, 2025

শামসেরগঞ্জে কংগ্রেস-সিপিএম ছেড়ে ৫ জনের দলবদল, গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল

Date:

ভোটে জয়ী হয়েছেন মাসখানেকও হয়নি। এর মধ্যেই দলবদল করলেন কংগ্রেস এবং সিপিএমের জয়ী পঞ্চায়েত সদস্য। রবিবার মুর্শিদাবাদের শামসেরগঞ্জে তৃণমূলে যোগ দিলেন ৫ বিরোধী সদস্য।এই যোগদানকারীদের মধ্যে ছিলেন কংগ্রেসের ৪ পঞ্চায়েত সদস্য এবং সিপিএমের এক সদস্য। শামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।এর ফলে পঞ্চায়েত বোর্ড গঠনের আগে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল।

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে প্রথম থেকেই উত্তপ্ত ছিল শামসেরগঞ্জ।এর আগেও শমসেরগঞ্জে বিরোধী দলগুলির বেশ কয়েক জন পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য শাসক শিবিরে যোগ দিয়েছেন। রবিবার শামসেরগঞ্জের পুটিমারিতে তৃণমূলের বাসভবনে উপস্থিত হন কংগ্রেসের চার এবং সিপিএমের এক পঞ্চায়েত সদস্য।শমসেরগঞ্জের বিধায়ক আমিরুলের দাবি, এই প্রার্থীরা ভোটের আগেই মানুষের কাছে বলেছিলেন যে, তাঁরা ভোটে জিতলে তৃণমূলেই যোগ দেবেন। সেই মতোই প্রার্থীরা যোগদান করেছেন।

প্রতাপগঞ্জ অঞ্চলে কংগ্রেসের প্রতীকে জয়ী মহম্মদ এনামুল হক, গোকুলকুমার দাস, মলি খাতুন এবং সিপিএমের প্রতীকে জয়ী জৈদুর রহমান এদিন শাসকদলের পতাকা তুলে নেন। পাশাপাশি ভাসাইপাইকর পঞ্চায়েত থেকে জয়ী কংগ্রেস প্রার্থী আশরাফুল হকও শাসকদলে যোগ দেন।তাদের বক্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে উন্নয়ন করছেন, সেই যজ্ঞে আমরাও শামিল হলাম।’’

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version