Wednesday, November 5, 2025

ছুটিতে বাড়ি এসে আচমকাই নিখোঁজ! কাশ্মীরের জওয়ানকে নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, উদ্ধার র.ক্তাক্ত গাড়ি

Date:

দিনকয়েক আগেই মহরম (Muharram) উপলক্ষে ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন। শনিবার গাড়ি নিয়ে বাজারে বেরিয়ে আচমকাই নিখোঁজ হয়ে গেলেন কাশ্মীরের (Kashmir) ভারতীয় এক সেনা জওয়ান (Army)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ কাশ্মীরের কুলগাম (Kulgam) জেলায়। ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন জাভেদ আহমেদ (Javed Ahmed) নামে ওই জওয়ান। কিছুদিন আগেই ছুটি নিয়ে বাড়ি ফিরলেও শনিবার সন্ধ্যা থেকে তাঁর কোনও খোঁজ মিলছে না। পরিবারের লোকজন কোনওভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছে না বলেই পুলিশ সূত্রে খবর। ২৫ বছর বয়সী ওই যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পরিবারের আশঙ্কা ওই যুবককে অপহরণ করেছে জঙ্গিরা। তাঁর মুক্তির দাবি জানিয়ে পরিবারের তরফে একটি ভিডিয়ো বার্তাও দেওয়া হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ওই যুবক কিছু জিনিস কিনতে দোকানে বেরিয়েছিলেন। নিজের গাড়ি চালিয়েই বাজারে গিয়েছিলেন তিনি। রাত ৯টা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। এরপর পুলিশে খবর দেওয়া হলে তাঁর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গাড়িটি বাজারের কাছেই পারানহাল নামে একটি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। তবে সেই গাড়িতে রক্ত লেগে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আচমকা ওই জওয়ান কোথায় উধাও হয়ে গেলেন, তা বুঝে উঠতে পারছে না পুলিশ। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

লাদাখের লেহতে কর্মরত ছিলেন কাশ্মীরের কুলগামের জাভেদ। মহরম উপলক্ষে ছুটি নিয়ে বাড়ি ফিরেলেও আগামী সোমবারই ডিউটিতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগে শনিবার রাত থেকেই নিখোঁজ হয়ে গেলেন জাভেদ।

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version