Friday, May 16, 2025

INDIA ক্ষমতায় আসছে, সব অপরাধের বিচার হবে: বিধানসভায় সরব মমতা

Date:

Share post:

গত ৩ মাস ধরে জ্বলছে মণিপুর(Manipur)। অথচ এখনও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ কেন্দ্র। নারী নির্যাতন, খুন, ধর্ষণ নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে সেখানে। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকারের(BJP Govt) বিরুদ্ধে সোমবার বিধানসভা(Assembly) থেকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে সম্প্রতি দেশের বিরোধী দলগুলি গঠন করেছে ‘INDIA’ জোট। লোকসভায় এই জোট ক্ষমতায় আসতে চলেছে তা জানিয়ে এদিন কেন্দ্র ও রাজ্যের বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, “ইন্ডিয়া ক্ষমতায় আসছে। সব অপরাধের বিচার হবে।” শুধু তাই নয়, মণিপুর ইস্যুতেও এদিন কড়া সুরে কেন্দ্রকে আক্রমণ করেন মমতা। বলেন, প্রধানমন্ত্রী না পারলে আমাদের দায়িত্ব দিন মণিপুরে শান্তি ফেরাবো।

মণিপুর নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাবে ভাষণ দিতে উঠে সোমবার কেন্দ্র ও রাজ্যের বিজেপিকে কড়া সুরে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “মণিপুর সেন্সটিভ বিষয়। ভেবেছিলাম মা-বোনদের স্বার্থে তা শুনবে বিরোধীরা। মণিপুরে গণতন্ত্র নেই। সমস্যা মেটানোর কোনও চেষ্টাও নেই প্রধানমন্ত্রীর।” পাশাপাশি শুভেন্দুকে মুখের উপরে বলে দিলেন, ডোন্ট টক রাবিশ। মমতা বলেন, “মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা তাতে নিন্দাযোগ্য। প্রধানমন্ত্রী বিদেশে যাওয়ার সুযোগ পান কিন্তু মণিপুরে যাওয়ার সুযোগ পান না। মণিপুরকে দিনের পর দিন অচল করে রাখা হয়েছে। কোনও পরিষেবা নেই। রিলিফ ক্যাম্পে মায়েরা বাচ্চা প্রসব করছেন। কারও কোনও নজর নেই।” এরপর মণিপুরে তাঁকে যেতে না দেওয়ার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “দেশের নাগরিক হিসেবে দেশের যে কোনও জায়গায় যাওয়ার অধিকার আমার রিয়েছে। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। তাই একটি টিম পাঠিয়েছিলাম। সেই টিম একটি রিপোর্ট পাঠিয়েছে। মণিপুরে কোনও গণতন্ত্র নেই। বিষয়টি সমাধান করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী কোনও নজর দিচ্ছেন না। মণিপুর সমস্যা সমাধানে বিরোধীদের কোনও সাহায্যের দরকার হলে তা বিরোধীরা করবে। প্রধানমন্ত্রী না পারলে আমাদের দায়িত্ব দিন মণিপুরে শান্তি ফেরাবো।”

এই সময়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা শুভেন্দু অধিকারী বলে ওঠেন, “বাংলার মা-বোনদের কথা বলুন।” বিরোধী দলনেতার কথা শুনে তেতে ওঠেন মমতা। বলেন, “ডোন্ট টক রাবিশ। আমায় জ্ঞান দেবেন না। মণিপুরের ঘটনায় আমি মর্মাহত। এটি একটি সেন্সেটিভ বিষয়। বাংলায় ১০৭টা বেশি টিম পাঠিয়েছে বিজেপি। কোনও কিছুই তারা পায়নি। ইচ্ছাকৃতভাবে তারা বাংলার বদনাম করছে। একটা ইদুর মরলে ওরা টিম পাঠায়। জেনে রাখুন, ইন্ডিয়া ক্ষমতায় আসবে। আপনাদের প্রতিটি কেসের বিচার হবে। একটা কুকুর ঘেউ ঘেউ করলে কমিশন গড়া হয়। বেশি চিত্কার করবেন না। সবে জিতে এসেছেন। মন্ত্রী হবেন না। বসুন। আমরা টিকিটিকি নিই। গিরগিটি নই। লেবু কচলাতে কচলাতে তেতো হয়। আপনারা যখন ফেল করেছেন, তখন মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকুন।

 

spot_img

Related articles

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...

জেলা সভাপতির বদলে কোর কমিটি ২ জেলার, দুই জেলায় সভাপতি ঘোষণা স্থগিত

দলীয় স্বার্থে সাংগঠনিক জেলার গঠন প্রণালী কেমন হবে, তা নিয়ে স্পষ্ট ধারণা তৃণমূলের সদ্য প্রকাশিত নেতৃত্বের তালিকায়। জেলা...