Tuesday, August 26, 2025

আজ মণিপুর নিয়ে বিধানসভায় নি.ন্দা প্রস্তাব, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

Date:

জাতিদাঙ্গার আগুনে পুড়ছে মণিপুর (Manipur)। কিন্তু লোকসভায় এই নিয়ে কোনও বিবৃতি দেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ইতিমধ্যেই বিরোধী জোট ইন্ডিয়ার (INDIA) ২১ সদস্যের প্রতিনিধি দল দুদিনের সফরে মণিপুর (Manipur )গিয়েছিলেন। সেখানে নির্যাতিতার পরিবারের সুবিচারের দাবি নিয়ে মণিপুরের রাজ্যপালের কাছে সোচ্চার হন তাঁরা। দিল্লিতেও অনাস্থা প্রকাশ করা হয়েছে। এবার রাজ্য বিধানসভায় আজ সোমবার নিন্দা প্রস্তাব আসতে চলেছে। তৃণমূল কংগ্রেসের তরফে এই প্রস্তাব আনা হবে বলে গত শুক্রবার সকলকে জানিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। আজ উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মণিপুর নিয়ে আলোচনা পর্বে তিনি বক্তব্য রাখবেন বলে জানা যাচ্ছে।

গত শনিবার ইন্ডিয়া তরফে একটি দল গিয়ে মণিপুরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। রবিবার সন্ধ্যায় যুব তৃণমূলের পক্ষ থেকে মণিপুরের ঘটনার প্রতিবাদে একটি মিছিল করা হয়। উত্তর-পূর্বের রাজ্য থেকে প্রতিনিধি দল ফেরার পর একটি মর্মস্পর্শী টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী(CM)। তিনি লেখেন, ‘ওই রাজ্যের ঘটনাগুলি শুনে আমার হৃদয়তন্ত্রীতে ঝড় উঠেছে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা এবং নিষ্ঠুরতা কখনোই মেনে নেওয়া যায় না।’ তৃণমূল কংগ্রেস সহ দেশের বিজেপি বিরোধী বাকি দলগুলিও মোদি- শাহ সরকারের অপদার্থতার দিকেই আঙুল তুলছে। সবমিলিয়ে ঘরে বাইরে লোকসভা নির্বাচনের আগে মণিপুর নিয়ে যথেষ্ট চাপে কেন্দ্র সরকার। উত্তর-পূর্বের এই রাজ্যে কি আদৌ শান্তি ফিরবে, এখন এটাই সবথেকে বড় প্রশ্ন।

 

 

 

Related articles

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...
Exit mobile version