Saturday, November 15, 2025

মোদির ‘ইন্ডিয়া’ ভীতি! বিরোধী জোটকে ‘আইএনডিআইএ’ বলার নির্দেশ সাংসদের

Date:

ইন্ডিয়া(INDIA) জোটে দিল্লির কুর্সি টলোমলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi)। যার জেরেই এবার দলীয় সংসদের(BJP MP) কড়া নির্দেশ দিলেন তিনি। জানালেন, তারা যেন বিরোধীদের সমালোচনা করতে গিয়ে ‘ইন্ডিয়া’ শব্দের ব্যবহার না করেন। এবং এই জোটকে ‘আইএনডিআইএ’ জোট নামেই অভিহিত করার নির্দেশ দেন তিনি।

গত সোমবার রাতে বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই সংসদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি জানান, বিরোধীদের সমালোচনা করতে গিয়ে এই জোটকে তারা যেন কোনভাবেই ইন্ডিয়া জোট হিসেবে উল্লেখ না করেন, পরিবর্তে ‘আইএনডিআইএ’ নামই যেন ব্যবহার করা হয়। সেই সঙ্গে বাদল অধিবেশন শেষ হলেই নিজ নিজ সংসদীয় এলাকায় ফিরে গত দশ বছর কেন্দ্রীয় প্রকল্পের ধারাবাহিক প্রচার করার পাশাপাশি ইউপিএ জমানার দুর্নীতি নিয়েও ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দেন বলে সূত্রের খবর। এছাড়াও ওই বৈঠক থেকে লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যভিত্তিক কিভাবে প্রচার চালাবে তার রূপরেখা তৈরি করে দেন মোদি। জানিয়ে দেন রাজ্যভিত্তিক ইস্যুগুলি তুলে ধরার পাশাপাশি রাজ্যে রাজ্যে কেন্দ্রীয় সরকারের সরকারের উন্নয়ন ভিত্তিক দিকগুলো তুলে ধরতে হবে। পাশাপাশি রাজ্য সরকারের ব্যর্থতার দিকগুলি বেশি বেশি করে তুলে ধরতে হবে নির্বাচনী প্রচারে।

এছাড়াও প্রত্যেক সাংসদকে দু’টি করে রিপোর্ট দিতে বলেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। একটি সাংগাঠনিক ও আরেকটি প্রশাসনিক। সাংগাঠনিক রিপোর্টে বুথ থেকে জেলাস্তর পর্যন্ত সংগঠন কী অবস্থায় রয়েছে তার উল্লেখ থাকতে হবে। আর প্রশাসনিক রিপোর্টে সংসদীয় এলাকায় কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি সাংসদ তহবিলের অর্থে কী কী কাজ হয়েছে তার বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন বলে জানান বৈঠকে উপস্থিত এক সাংসদ। সেই সঙ্গে সংসদীয় এলাকায় আর কোনও কেন্দ্রীয় প্রকল্পের প্রয়োজন রয়েছে কি না তাও জানাতে হবে বলে নির্দেশ দেন নাড্ডা।

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version