Sunday, August 24, 2025

দেশের ৮২% সংবাদমাধ্যম বিজেপির কাছে বিক্রি হয়েছে: প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

Date:

দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে কেন্দ্রের বিজেপি সরকার। চোখের সামনে গণতন্ত্র ধ্বংস হতে দেখেও মুখ বুজে রয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলি। সংবাদমাধ্যমকে যে বিজেপি কিনে নিয়েছে এ অভিযোগ বিরোধীদের তরফে বারবার করা হয়েছে। এবার সংবাদমাধ্যমের করুণ অবস্থার ছবিটা প্রকাশ্যে এলো এক সমীক্ষায়। যেখানে বলা হয়েছে, দেশের সংবাদ মাধ্যমের ৮২ শতাংশই নিজেদের বিকিয়ে দিয়েছে বিজেপির কাছে। সমীক্ষার এই রিপোর্ট তুলে ধরে সরব হয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের তরফে টুইট করে লেখা হয়েছে, “কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় প্রকাশ্য দিবালোকে ধ্বংস হচ্ছে গণতন্ত্র। অথচ আশ্চর্যজনকভাবে কোনও হেলদোল নেই দেশের সংবাদ মাধ্যমের।” এরপরই সংবাদ মাধ্যমের বাস্তবিক অবস্থার তথ্য তুলে ধরা ‘A Lokniti-CSDS’-এর রিপোর্টের কথা উল্লেখ করে লেখা হয়েছে, “A Lokniti-CSDS রিপোর্টে ‘Media in India Trends and Patterns’ শিরোনামের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। যেখানে বলা হচ্ছে,
দেশের ৮২ শতাংশ সংবাদ মাধ্যম অন্ধভাবে সমর্থন করছে বিজেপিকে। কারণ তাদের মধ্যে ভয়, শাসকদলকে সমর্থন না করলে প্রভাব পড়বে ব্যবসায়। 
স্বাধীনভাবে কাজ করা সাংবাদিকদের কথা তুলে ধরলে এই সংখ্যাটা দাঁড়াচ্ছে ৮৯%। 
এছাড়াও ১৬ শতাংশ ক্ষেত্রে সংবাদ সংস্থার কর্মীদের বিজেপি বিরোধী হওয়ার জন্য চাকরি ছেড়ে দিতে বলা হয়েছে।
উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা। সেক্ষেত্রে সংখ্যাটা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে ৮৮ শতাংশ। সংবাদপত্রে ৬৬ শতাংশ এবং ডিজিটাল মিডিয়াতে ৪৬ শতাংশ।
সংবাদ মাধ্যমের বেহাল ছবিটা তুলে ধরার পাশাপাশি তৃণমূলের তরফে উল্লেখ করা হয়েছে, “এটা মোটেই আশ্চর্যজনক নয় যে বিশ্ব তালিকায় সংবাদ মাধ্যমের স্বাধীনতার নিরিখে ভারতের স্থান ১৮১ টি দেশের মধ্যে গত বছরে তুলনায় ১৬ ধাপ নিচে নেমে ১৬১ তে এসে ঠেকেছে। যা পাকিস্তানের থেকেও নিচে।”

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version