Wednesday, November 5, 2025

আরও ২ মসজিদে বো.মাবাজি, নুহ-কাণ্ডে দিল্লিকে বার্তা আমেরিকার

Date:

মণিপুর হিংসার(Manipur) জেরে উত্তাল গোটা দেশ। গোদের ওপর বিষ ফোঁড়ার মত এবার হিংসার আগুন জ্বলে উঠেছে হরিয়ানাতে(Haryana)। রাতের অন্ধকারে হরিয়ানার নুহ জেলায় এবার আরও দুটি মসজিদে(Mosque) দুষ্কৃতীরা। বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় মসজিদে। যদিও ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। অন্যদিকে, হরিয়ানা গোষ্ঠী সংঘর্ষ নিয়ে ভারতকে বার্তা দিল আমেরিকা(America)।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, বুধবার রাত ১১ টা নাগাদ বিজয় চক এলাকায় একটি মসজিদে বোমা ছোড়া হয়। এরপর স্থানীয় থানার নিকটবর্তী আরো এক মসজিদে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বিস্ফোরণের জেরে কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায় মসজিদ দুটিতে। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বোতল বোমায় মলটোভ ককটেল ব্যবহার করেছে দুষ্কৃতীরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি এলাকার আরো একটি দোকানে আগুন ধরানোর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। হিংসায় উত্তপ্ত নুহ জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে কারফিউ। পাশাপাশি বুধবারের ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে ওই এলাকায়।

এদিকে হরিয়ানার গোষ্ঠী সংঘর্ষ নিয়ে এবার ভারতকে বার্তা দিল আমেরিকা। বুধবার আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ম্যাথু মিলার একটি বিবৃতি দেন। তিনি সব পক্ষকেই হিংসা থেকে বিরত থাকতে আর্জি জানিয়েছেন। এই হিংসার জেরে ভারতে থাকা কোনও আমেরিকার নাগরিকের নিরাপত্তায় বিঘ্ন ঘটেনি। এই বিষয়ে ভারতে থাকা মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে জানিয়েছেন ম্যাথু মিলার। যদিও হরিয়ানার নুহ ও সাইবার সিটি গুরুগ্রামে এখনও রয়েছে চাপা উত্তেজনা। গোষ্ঠী সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। নুহ, ফরিদাবাদ, গুরুগ্রামের মতো এলাকা গুলিতে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version