Monday, August 25, 2025

খাবার নেই, নেই ঘরে ফেরার টাকা! গুরুগ্রাম হিং.সায় বিপদে পরিযায়ী শ্রমিকরা

Date:

গত পাঁচ দিন ধরে হিংসার আগুন জ্বলছে হরিয়ানায়(Haryana)। এক ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে রক্তাক্ত ডাবল ইঞ্জিনের এই রাজ্যের একাধিক জেলা। ব্যাপক সংঘর্ষের মাঝে পড়ে সেখানে অসহায় ভাবে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। তবে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা(migrate worker)। এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য বারবার হুমকি দেওয়া হচ্ছে তাদের। এদিকে, অর্থনৈতিক সংকটে পড়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে অসহায় মানুষগুলিকে। নেই ঘরে ফেরার টাকাও। এই অবস্থায় প্রশাসনের সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন বাংলা(West Bengal) সহ একাধিক রাজ্য থেকে কাজের সন্ধানে আসা অসহায় পরিযায়ী শ্রমিকরা।

বাংলা থেকে হরিয়ানাতে কাজের সন্ধানে যাওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের এক পরিযায়ী শ্রমিক বলেন, নুহতে সাম্প্রদায়িক হিংসার ঘটনার পর রীতিমত আতঙ্কে রয়েছে আমরা। বাইরে কাজ নেই, বাড়িতে খাওয়ার কিছু নেই, কাছে টাকাও নেই যে রাজ্যে ফিরব। এমনই অবস্থা হরিয়ানায় কাজে যাওয়া ১০০টির বেশি পরিবারে। অসহায় এই পরিবার গুলির মধ্যে ইতিমধ্যেই ৮৫ টি পরিবার গুরুগ্রাম ছেড়ে বাংলায় ফিরে এলেও ১৫ টি পরিবারের কোথাও যাওয়ার মত জায়গা নেই। এই পরিস্থিতির মাঝেই বাড়ি বাড়ি গিয়ে পরিযায়ী শ্রমিকদের হুমকি দিয়ে আসা হচ্ছে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য। বলা হয়েছে মুসলিম পরিযায়ী শ্রমিকরা যেন অবিলম্বে গুরুগ্রাম ছাড়েন। গুরুতর এই অবস্থায় কার্যত অনাহারে দিন কাটাতে হচ্ছে অসহায় শ্রমিকদের।

শুধু পরিযায়ী শ্রমিক নয় গুরুগ্রামে যাদের বাড়িতে এই শ্রমিকরা ভাড়া থাকছেন সেই বাড়িওয়ালাদের উপর ও চাপ সৃষ্টি করছে দুষ্কৃতীরা। মঙ্গলবার সন্ধ্যাবেলায় এমনই এক বাড়িওয়ালার ওপর চড়াও হয়েছিল কয়েকজন। মারধর করা হয় তাঁকে। এখন তিনি হাসপাতালে ভর্তি। বাড়ি বাড়ি যাঁরা কাজ করেন, তাঁদের তদারক করার দায়িত্বে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, “আমার আন্ডারে ৩০ জন কাজ করেন। কিন্তু তাঁদের মধ্যে গত দু’দিন মাত্র ৪ জন কাজে আসছেন। তাঁদের মধ্যে একজনকে আবার সেদিন রাস্তায় ঘিরে ধরে মারধর করা হয়।” এরপরই তিনি বলেন, “আমরা সকলেই ভয়ে সিঁটিয়ে আছি। বাড়ির বাইরে পা রাখতেই ভয় পাচ্ছি।” গুরুগ্রামের ডেপুটি কমিশনার নিশান্ত যাদব জানান, “কিছু পরিযায়ী শ্রমিকদের পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে এমন অভিযোগ পেয়েছি। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। স্পর্শকাতর জায়গায় পুলিশ মোতায়েন করা রয়েছে। চলছে রুটমার্চও।” তবে পুলিশের তরফে সাধারন মানুষকে আশ্বস্ত করা হলেও আতঙ্ক কাটছে না পরিযায়ী শ্রমিকদের।

Related articles

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...
Exit mobile version