Saturday, November 15, 2025

বেকারদের জন্য সুযোগ! নিখরচায় আইটিআই প্রশিক্ষণ দেবে রাজ্য, মিলবে ভাতাও

Date:

রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম তাপবিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে নিখরচায় আইটিআই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। WBPDCL তার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর কার্যক্রমের অংশ হিসাবে এই কর্মসূচি নিয়েছে। শুক্রবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, প্রথম পর্যায়ে ২১৬ জনকে এই আইটিআই প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের সময়কালে ভাতাও পাবেন প্রশিক্ষণরতরা। প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণরতরা পাবেন ৬ হাজার টাকা করে ভাতা এবং সঙ্গে যাতায়াত খরচা ১ হাজার টাকা। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে শংসাপত্রও দেওয়া হবে। প্রশিক্ষণের অভিজ্ঞতার এই শংসাপত্র দেখিয়ে ভবিষ্যতে চাকরির আবেদনও করতে পারবেন তাঁরা।

প্রাথমিকভাবে বক্রেশ্বর এবং সাগরদিঘি বিদ্যুত কেন্দ্রের পার্শ্ববর্তী আইটিআই সিউড়ি এবং আইটিআই বহরমপুরকে প্রশিক্ষণের জন্য চিহ্নিত করা হয়েছে। এই পর্যায়ে সহকারী ইলেকট্রিশিয়ান, ফিটার, সহ মোট আটটি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। এজন্য আলাদা একটি অনলাইন পোর্টাল খোলা হয়েছে। যার মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রথম ব্যাচ শুরু হচ্ছে আইটিআই সিউড়িতে। ২১৬ জনের এই প্রশিক্ষণ প্রার্থীদের মধ্যে ১৫৬ জন ফিটার মেকানিক্যাল অ্যাসেম্বলি কোর্স এবং ৬০ জন সহকারী ইলেকট্রিশিয়ান নির্মাণে প্রশিক্ষণ নেবেন। পরের ব্যাচটি অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে আইটিআই বহরমপুরে শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে WBPDCL-এর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর পিবি সেলিম জানিয়েছেন।

এদিন সল্টলেকে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বিদ্যুৎ উন্নয়ন ভবন থেকে ভার্চুয়ালি জল সঞ্চয়,পরিবেশ বান্ধব প্রকল্প হিসেবে সাগরদিঘী তাপবিদ্যুৎ কেন্দ্রে লেগুনের মাধ্যমে ছাই মিশ্রিত জলের পুনঃ সঞ্চালন এবং পুনরুদ্ধারের ব্যবস্থা প্রকল্পের উদ্বোধন করেন।

আরও পড়ুন- জেলার গোষ্ঠীকো.ন্দল এবার শহরের রাজপথে, রাজভবনের সামনে বি.ক্ষোভ আদি বিজেপি নেত্রীর

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version