Friday, May 16, 2025

কেদারনাথের যাত্রাপথে বড়সড় দুর্ঘটনা। শুক্রবার সকালে কেদারনাথ যাওয়ার পথে নামল ধস। একাধিক যাত্রীর চাপা পড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় কেদারনাথ যাত্রার রুটে গৌরীকুণ্ড এলাকায় এই ধস নেমেছে। ইতিমধ্যেই সেখানে উদ্ধারকাজ শুরু করেছে রাজ্যের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

রুদ্রপ্রয়াগের বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে, “à§§à§® থেকে ২০ জন কেদারনাথ যাত্রী এই রাস্তায় ধসের জেরে চাপা পড়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকার তিনটি দোকান ধসে ভেঙে পড়েছে। গত ২৪ ঘণ্টা ধকে গৌরীকুণ্ড এলাকায় ভারী বৃষ্টিপাত চলছে। তার জেরেই এই ভয়াবহ ধস।”

রুদ্রপ্রয়াগের SP ড. বিশাখা বলেন, “নিখোঁজ যাত্রীদের খুঁজতে তল্লাশি অভিযান চলছে। আমরা খবর পেয়েছি, ওই তিনটি দোকানের মাথায় পাথরের বড় চাঁই পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তৎক্ষণাৎ উদ্ধারকাজ শুরু হয়। আশঙ্কা করা হচ্ছে, ১০ থেকে ১২ জন যাত্রী ধসের নীচে চাপ পড়ে থাকতে পারেন। তাঁদের কাউকেই এখনও ট্র্যাক করা সম্ভব হয়নি।” বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক দলিপ রাওয়ার নেতৃত্বে উদ্ধারকাজ চালাচ্ছে কর্মীরা।

উল্লেখ্য, গত জুন মাসেই বেশ কয়েকদিনের জন্য বন্ধ করে দেওয়া হয় কেদারনাথ যাত্রা। খারাপ আবহাওয়ার জেরে যাত্রী নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নিয়ে রাজি ছিল না ধামি প্রশাসন। নাগাড়ে বৃষ্টিপাতের জেরে কেদারনাথ যাওয়ার রাস্থা বিপর্যস্ত হয়। শোনপ্রয়াগ থেকে কেদারনাথ ধামের উদ্দেশে যাত্রা করার পর মাঝপথেই থেমে যেতে হয় শিব ভক্তদের।

আরও পড়ুন- বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্যের আরও উন্নতি, কবে ছাড়া পাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version