Thursday, August 21, 2025

যশপ্রীত বুমরাহ-এর পর সুস্থ হওয়ার পথে ভারতের আরেক তারকা ক্রিকেটার কে এল রাহুল। সূত্রের খবর, এশিয়া কাপে চোট সারিয়ে দলে ফিরতে পারেন ভারতীয় দলের এই ওপেনার। এবার এশিয়া কাপ হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। রাহুল ফিরলে বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার শক্তি বাড়বে বলে মনে করা হচ্ছে।

উরুর চোটের কারণে ২০২৩ আইপিএলের পুরো মরশুমও খেলতে পারেননি কে এল রাহুল। এর পর অস্ত্রোপচারও করান তিনি। লন্ডনে অস্ত্রোপচারের পর এই মুহূর্তে এনসিএ-তে আছেন তিনি। নিয়মিত চলছে রিহ‍্যাবও। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। আর এবার রাহুলের ফিট হয়ে ওঠার খবর পাওয়া গিয়েছে। এই নিয়ে বিসিসিআইয়ের একটি সূত্র এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে জানিয়েছে, “বেঙ্গালুরুতে বিসিসিআই-এর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ এবং চিকিৎসা সংক্রান্ত বিশেষজ্ঞরা রাহুলের উন্নতি এবং সুস্থ হওয়ে ওঠা দেখে সন্তুষ্ট। আশা করা হচ্ছে রাহুল এশিয়া কাপে নির্বাচনের জন্য যোগ‍্য থাকবেন। ”

এদিকে রাহুল সুস্থ হয়ে উঠলেও, জানা যাচ্ছে, এখনও পযর্ন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি শ্রেয়স আইয়র। সূত্রের খবর, শ্রেয়সের চোটের এখন যা পরিস্থিতি, তাতে তিনি এশিয়া কাপও মিস করতে পারেন।

এশিয়া কাপে অংশগ্রহণকারী ছয়টি দলকেই ১৫ আগস্টের মধ্যে তাদের স্কোয়াড ঘোষণা করতে হবে। অজিত আগারকারের নেতৃত্বে জাতীয় নির্বাচকরা ভারতীয় দল বাছাই করবেন। ১৫ সদস্যের দলে জায়গা পাওয়া প্রায় নিশ্চিত শুভমান গিল, বিরাট কোহলিদের। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে দলে যোগ দেবেন তাঁরা। শ্রেয়স আইয়র চোটের কারণে এশিয়া কাপের আগে ফিট হতে না পারলে, সূর্যকুমার যাদবকে দলে রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:শক্তি বাড়াল ইস্টবেঙ্গল, লাল-হলুদে সই জর্ডান এলসে এবং পার্দো লুকাসের

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version