বিক্ষো*ভে আটকে বন্দে ভারত! পাঁচ ঘণ্টা পর গড়াল ট্রেনের চাকা

ছুটির দিন সাতসকালে বীরভূমের মুরারই স্টেশনে রেল বিক্ষোভের জেরে দাঁড়িয়ে পড়ে একের পর এক ট্রেন। ট্রেনের স্টপেজ বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবি নিয়ে মুরারই স্টেশনে রেললাইনে বসে রবিবার বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা।পাঁচঘণ্টা টানা বিক্ষোভের পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে রেল অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।দীর্ঘক্ষণ পর চলতে শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক ট্রেন।


আরও পড়ুনঃ বীরভূমের মুরারইতে রেল অব.রোধ! আটকে বন্দে ভারত এক্সপ্রেস
‘মুরারই নাগরিক কমিটি’ নামে ওই সংগঠনের অবরোধের ফলে সকাল থেকে বন্দে ভারত এক্সপ্রেস আটকে পড়ে নলহাটি জংশনে। পাশাপাশি, মুরারই স্টেশনে দাঁড়িয়ে পড়ে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন-সহ কয়েকটি ট্রেন। যার জেরে যাত্রীদুর্ভোগ চরমে পৌঁছয়।



করোনা আবহে মুরারই স্টেশনে বেশির ভাগ ট্রেন থামত না। কিন্তু করোনা পরবর্তী সময়েও বহু ট্রেনই ওই স্টেশনে দাঁড়াচ্ছে না বলে নিত্যযাত্রীদের অভিযোগ। এ নিয়ে রবিবার বিক্ষোভ শুরু হয়। রেল পুলিশের বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভস্থলে পৌঁছয়। কিন্তু তাঁদের সমস্যার সমাধান না হলে অবরোধ তোলা হবে না বলে সাফ জানিয়ে দেন বিক্ষোভকারীরা। দীর্ঘক্ষণ পর রেলের আশ্বাসে অবরোধ ওঠে।

Previous articleশনিবার রাত থেকে নতুন করে অ*শান্ত মণিপুর, জ্বা*লিয়ে দেওয়া হল ১৫টি বাড়ি
Next articleআজ দ্বিতীয় টি-২০ ম‍্যাচ, সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া