Wednesday, November 5, 2025

টেক অফের আগেই বিমানের এসি কাজ করছিল না। কেবিন ক্রু থেকে শুরু করে বিমানের ইঞ্জিনিয়র সকলেই চেষ্টা করেও চালু করতে পারেননি এসি। স্বভাবতই দরদরিয়ে ঘামতে শুরু করেন যাত্রীরা। সেই অবস্থাতেই বিমান ওড়ান পাইলট। এদিকে ঘেমেনেয়ে ওঠা যাত্রীদের কিছুটা স্বস্তি দিতে বিমানে টিস্যু বিলি করতে থাকেন ক্রেবিন ক্রু। এইভাবেই ৯০ মিনিটের আকাশ যাত্রার অভিজ্ঞতার যাত্রা শেয়ার করেছেন ইন্ডিগো এয়ারক্রাফট ৬ই৭২৬১-এর যাত্রী তথা পাঞ্জাবের কংগ্রেস নেতা অমরিন্দর সিং রাজা।সমাজমাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করে গোটা বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।


আরও পড়ুনঃ কাকভোরে কেঁপে উঠল চিনের!ভূমি*কম্পে হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি, আ*হত অন্তত ১০
কংগ্রেস নেতা লিখেছেন, ‘‘ইন্ডিগোর চণ্ডীগড় থেকে জয়পুরমুখী বিমানে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা।’’ তাঁর দাবি, তিনিও ওই বিমানের যাত্রী ছিলেন। কেমন ছিল সেই অভিজ্ঞতা? ওয়ারিংয়ের দাবি, প্রথমে প্রবল গরমের মধ্যে তাঁদের ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করিয়ে রাখা হয়। তার পর বিমান আকাশে উঠলে তাঁরা বুঝতে পারেন, এসি কাজ করছে না।তিনি এও দাবি করেন, বিমান ওড়া থেকে অবতরণ , গোটা সময়টিতে একবারও বিমানের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করেনি। আর তার জেরে বিমানে প্রবল গরমে ঘামতে শুরু করেন যাত্রীরা। কোলের শিশু থেকে বহু বৃদ্ধ-বৃদ্ধা সবচেয়ে বেশি সমস্যায় ভোগেন।


কংগ্রেস নেতার অভিযোগ, বিমান সংস্থার তরফ থেকে এই প্রসঙ্গে একটি কথাও বলা হয়নি। উল্টে কেবিন ক্রুদের দেখা যায় টিস্যু বিলি করতে। যাতে যাত্রীরা ঘাম মুছতে পারেন। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, যাত্রীরা অনেকেই টিস্যু পেপারকে হাতপাখার মতো করে হাওয়া খাচ্ছেন। অনেকেই ঘাম মুছছেন।

ওই সমাজমাধ্যম পোস্টে ওয়ারিং ট্যাগ করেছেন, ডিজিসিএ এবং এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে। আবেদন জানিয়েছেন কড়া ব্যবস্থার। যদিও এ ব্যাপারে ইন্ডিগোর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Related articles

ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র

ঐতিহাসিক ঘটনা নিউ ইয়র্ক(New York) সিটিতে। প্রথমবার মেয়র পদে নির্বাচিত হলেন ৩৪ বছরের ডেমোক্র্যাট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত সংখ্যালঘু...

বুধের সকালে ভয়াবহ দুর্ঘটনা যোগীরাজ্যে, ট্রেন থেকে ভুল দিকে নামতে গিয়ে নিহত ৬

বুধবার সকালে উত্তর প্রদেশের মির্জাপুরে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ছয় জন নিহত হয়েছেন। সূত্রের খবর চুনার রেলওয়ে...

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...
Exit mobile version