Saturday, May 3, 2025

টেক অফের আগেই বিমানের এসি কাজ করছিল না। কেবিন ক্রু থেকে শুরু করে বিমানের ইঞ্জিনিয়র সকলেই চেষ্টা করেও চালু করতে পারেননি এসি। স্বভাবতই দরদরিয়ে ঘামতে শুরু করেন যাত্রীরা। সেই অবস্থাতেই বিমান ওড়ান পাইলট। এদিকে ঘেমেনেয়ে ওঠা যাত্রীদের কিছুটা স্বস্তি দিতে বিমানে টিস্যু বিলি করতে থাকেন ক্রেবিন ক্রু। এইভাবেই ৯০ মিনিটের আকাশ যাত্রার অভিজ্ঞতার যাত্রা শেয়ার করেছেন ইন্ডিগো এয়ারক্রাফট ৬ই৭২৬১-এর যাত্রী তথা পাঞ্জাবের কংগ্রেস নেতা অমরিন্দর সিং রাজা।সমাজমাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করে গোটা বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।


আরও পড়ুনঃ কাকভোরে কেঁপে উঠল চিনের!ভূমি*কম্পে হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি, আ*হত অন্তত ১০
কংগ্রেস নেতা লিখেছেন, ‘‘ইন্ডিগোর চণ্ডীগড় থেকে জয়পুরমুখী বিমানে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা।’’ তাঁর দাবি, তিনিও ওই বিমানের যাত্রী ছিলেন। কেমন ছিল সেই অভিজ্ঞতা? ওয়ারিংয়ের দাবি, প্রথমে প্রবল গরমের মধ্যে তাঁদের ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করিয়ে রাখা হয়। তার পর বিমান আকাশে উঠলে তাঁরা বুঝতে পারেন, এসি কাজ করছে না।তিনি এও দাবি করেন, বিমান ওড়া থেকে অবতরণ , গোটা সময়টিতে একবারও বিমানের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করেনি। আর তার জেরে বিমানে প্রবল গরমে ঘামতে শুরু করেন যাত্রীরা। কোলের শিশু থেকে বহু বৃদ্ধ-বৃদ্ধা সবচেয়ে বেশি সমস্যায় ভোগেন।


কংগ্রেস নেতার অভিযোগ, বিমান সংস্থার তরফ থেকে এই প্রসঙ্গে একটি কথাও বলা হয়নি। উল্টে কেবিন ক্রুদের দেখা যায় টিস্যু বিলি করতে। যাতে যাত্রীরা ঘাম মুছতে পারেন। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, যাত্রীরা অনেকেই টিস্যু পেপারকে হাতপাখার মতো করে হাওয়া খাচ্ছেন। অনেকেই ঘাম মুছছেন।

ওই সমাজমাধ্যম পোস্টে ওয়ারিং ট্যাগ করেছেন, ডিজিসিএ এবং এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে। আবেদন জানিয়েছেন কড়া ব্যবস্থার। যদিও এ ব্যাপারে ইন্ডিগোর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version