সম্প্রতি চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও কয়েকটি দিন থাকতে হবে তাঁকে। তবে বিদেশে গেলেও রাজ্যের প্রতিটি বিষয়ের দিকে নজর রাখছেন তিনি।
TRUTH is MIGHTY and will PREVAIL. 💪🏻 pic.twitter.com/d4jff2T3cq
— Abhishek Banerjee (@abhishekaitc) August 7, 2023
এরই মাঝে আজ, সোমবার সকালে টুইটে অভিষেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে তোপ দাগেন। ইডির ব্যর্থতা তুলে ধরে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
টুইটে অভিষেক আরও বলেন, “খুবই হতাশার বিষয় যে ইডির মতো সংস্থায় সব অযোগ্য অফিসাররা রয়েছেন, যাঁদের কাজই হল আমার বিরুদ্ধে সংবাদমাধ্যমের সামনে কাল্পনিক গল্প বানানো। এই কাজে তাঁরা একেবারে অপ্রতিরোধ্য। এদিকে বছরের পর বছর ধরে মানুষের করের টাকায় তদন্ত চালিয়ে যাওয়ার পরও কোনও প্রমাণ দিতে পারছে না।”
ইডির এই ভূমিকা অত্যন্ত হতাশাজনক বলেও উল্লেখ করেন অভিষেক। বিজেপি এই তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে রাজনীতি করছে। এবার স্পষ্ট হচ্ছে, কেন ইডির সাফল্যের হার ০.৫ শতাংশ। এতে অবাক হওয়ার কিছু নেই বলেও মনে করেন অভিষেক।
