Sunday, November 9, 2025

বিয়ে বাড়ির খরচে (Wedding Expenses) এবার পড়তে পারে কোপ। বিয়ে বাড়ি মানেই সাজগোজ, দেদারে খাওয়াদাওয়া, হই-হুল্লোড়ের পাশাপাশি অনেক অতিথিদের সমাগম হয়। সব মিলিয়ে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে যে কোনও মানুষেরই আলাদা উন্মাদনা সবসময় থাকে। কিন্তু সেই উদযাপন আর কতদিন দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে এবার বড়সড় প্রশ্ন দেখা দিল। সোমবার বিয়ের রীতিতে দ্রুত বদল আনতে জন্য নতুন বিলের (New Bill) প্রস্তাব পেশ হল লোকসভায় (Loksabha)। বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানগুলিতে অর্থের অপচয় বন্ধ করার উদ্দেশে কংগ্রেসের লোকসভার সাংসদ যশবীর সিং গিল (Yashvir Singh Gill) লোকসভায় বিলটি আনেন।

সাংসদ যশবীর জানিয়েছেন, অনুষ্ঠানবাড়ির খরচ সবার জন্য এক হওয়ার কথা বলা হয়েছে এই বিলে। পাশাপাশি প্রস্তাবিত বিলটিতে বরযাত্রীর সংখ্যা ৫০ জনের মধ্যে রাখা এবং খাবারের মেনুতে পদের সংখ্যা ১০-এর মধ্যেই রাখার কথা বলা হয়েছে। লোকসভায় কংগ্রেস সাংসদ বলেন, ‘বিশেষ উপলক্ষে অপব্যয় ব্যয় প্রতিরোধ’ নামক প্রস্তাবিত বিলটি সমাজের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মানুষের জীবনে সদর্থক পরিবর্তন আনবে। অন্যদিকে বিল পাশ হলেই কন্যাভ্রুণ হত্যার মতো অপরাধও দেশে বন্ধ হবে। বিলে আরও জানানো হয়েছে বিয়ের অনুষ্ঠানে পাত্রপক্ষকে ২৫০০ টাকার বেশি নগদ কিংবা উপহার দেওয়া যাবে না। এছাড়াও নিমন্ত্রিতদের তালিকায় ১০০ জনের বেশি অতিথিকে নিমন্ত্রণ করা যাবে না বলে জানানো হয়েছে।

পাঞ্জাবের খাদুর সাহিব লোকসভা কেন্দ্রের সাংসদ আরও জানিয়েছেন, এই বিলের আসল উদ্দেশ্য হল বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানগুলিতে অর্থের অপচয় বন্ধ করা। অর্থ থাকলেই অনেকে তার প্রদর্শন করেন বিয়েতে। আর সেটা রুখে দেওয়ার জন্যই এই বিল পেশ করা হয়েছে বলে দাবি কংগ্রেস সাংসদের। এই বিলটি পাশ হয়ে গেলে কন্যাসন্তানকে আর সমাজের বোঝা বলে মনে হবে না। পাশাপাশি মেয়েদের বিয়ে সংক্রান্ত একাধিক জোরজুলুমও অবিলম্বে বন্ধ হবে বলেই মত তাঁর।

 

 

 

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version