Wednesday, December 17, 2025

কিছুটা শান্ত মণিপুর! সাত ঘণ্টার জন্য ইম্ফলের পশ্চিমে শিথিল কার্ফু

Date:

Share post:

দু’দিনের টানা হিংসাত্মক ঘটনার পর রবিবার সন্ধ্যা থেকে কিছুটা শান্ত হয়েছে মণিপুরের ইম্ফল পশ্চিম জেলা। সোমবার সাত ঘণ্টার জন্য এই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে কার্ফু শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। তবে মণিপুর উপত্যকার আর এক জেলা ইম্ফল পূর্বে এখনও জারি রয়েছে কার্ফু।


আরও পড়ুনঃ শনিবার রাত থেকে নতুন করে অ*শান্ত মণিপুর, জ্বা*লিয়ে দেওয়া হল ১৫টি বাড়ি


রবিবার ইম্ফল পশ্চিমের জেলাশাসক টিএইচ কিরণকুমারের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কার্ফু শিথিল করা হবে জেলার সব প্রান্তে। এই সময়ের মধ্যে বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বাইরে বেরোতে পারবেন। সাত ঘণ্টার জন্য খোলা থাকবে সব্জি বাজার এবং ওষুধের দোকান। এদিকে, কেন্দ্রকে শান্তিচুক্তি সংক্রান্ত আলোচনা শেষ করার জন্য চাপ দিয়ে আগামী বুধবার মিছিলের ডাক দিল নাগাদের একটি সংগঠন। এই ঘটনাকে ঘিরে নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কা করছে স্থানীয় পুলিশ প্রশাসন।

প্রসঙ্গত, শনিবার রাত থেকে নতুন করে অশান্তি ছড়ায় হিংসাকবলিত মণিপুরের ইম্ফল পশ্চিম জেলায়। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়, শনিবার সন্ধ্যায় উন্মত্ত জনতা লাংগল গ্রামে ঢুকে ১৫টি বাড়ি জ্বালিয়ে দেয়। এলোপাথাড়ি গুলিও ছোড়ে তারা। পায়ে গুলি লেগে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। শনিবার দুপুরের দিকে উত্তেজনা ছড়ায় ইম্ফল পূর্ব জেলাতেও। সেখানকার চেকন এলাকায় একটি বড় বাণিজ্যিক ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

spot_img

Related articles

মেসির ভারত সফরের টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন, সমালোচনায় সরব হাবাস

অনিশ্চয়তার অন্ধকারে ভারতীয় ফুটবল, সেখানে লিও মেসিকে(Messi) এনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। এই নিয়ে আগেই সমালোচনা...

যুবভারতী কাণ্ডে বাড়ল সিটের সদস্যসংখ্যা, ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক টিম

লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরে যেভাবে যুবভারতীতে বিশৃঙ্খলা হয়েছে তার তদন্তে আগেই SIT গঠন করা হয়েছে। এবার...

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনী মৃত্যু! গত তিনমাসে মৃত ৩ রয়্যাল বেঙ্গল

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর (Tigress) মৃত্যু। বুধবার সকালে একটি  সাব অ্যাডাল্ট রয়্যাল বেঙ্গল বাঘিনীর  মৃত্যু হয়। এই নিয়ে...

ঘাটাল মাস্টার প্ল্যানে অগ্রগতি, শিলাবতী ও কাটান খালে সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের

ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রূপায়ণের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। দীর্ঘদিন আটকে থাকা এই...