নিয়োগ মামলায় ধৃত হুগলির বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ আদালতে ঢোকার মুখে দাবি করলেন, ইডির বিরুদ্ধে প্রমাণ রয়েছে তার কাছে।তার হাতে ধরা ছিল একটি খাম।স্পষ্টই জানান, আদালতে গিয়ে খামটি জমা দেবেন তিনি।
কুন্তলকে সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হয়েছে। আদালতে প্রবেশের মুখে গাড়ি থেকে নামার সময় কুন্তল হাত তুলে একটি খাম দেখান। তার পর বলেন, আমাকে দিয়ে ইডি কত মিথ্যা কথা বলিয়েছে, এই হল তার প্রমাণ।