Monday, May 12, 2025

অনিল বসু, বিনয় কোঙারদের মতো সিপিআইএমের (CPIM) নেতাদের কুকথা সর্বজনবিদিত। তবে তা নিয়ে আলিমুদ্দিনের অন্দরে তাঁদের খুব একটা অস্বস্তিতে পড়তে হয়েছে বলে জানা যায়নি। কিন্তু এবার তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) যে শব্দ ব্যবহার করলেন, তাতে রেগে গিয়েছেন দলেরই মহিলা নেত্রী-সহ বামফ্রন্ট শরিকদলের অনেক নেতৃত্বই।

সোমবার সেলিম তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘‘অভিযোগ, তিনি তাঁর অসাধু সম্পদ রাখার করার জন্য ১৫ জন বিদেশি প্রস্টিটিউটর অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন।’’ এই ‘পতিতা’ শব্দটি নিয়ে প্রবল আপত্তি দলের। বিরোধী রাজনীতিকের ভূমিকা থেকে সেলিম আক্রমণ করতেই পারেন, কিন্তু তা করতে গিয়ে যে শব্দটি তিনি ব্যবহার করেছেন, সেটি নিয়ে সমালোচনা শুরু করেছেন সিপিএমের মহিলা নেতৃত্ব।

গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ বোসের কথায়, প্রস্টিটিউট শব্দটা তাঁরা বলেন না। তাঁরা যৌনকর্মী বলেন। কিন্তু তাঁদের রাজ্য সম্পাদক তো সেটি লিখেছেন? কনীনিকা বলেন, এ বিষয়ে মহিলারা যতটা সচেতন, অন্যেরা হয়তো নন।

সিপিএমের এক তরুণ নেতার মতেও মহম্মদ সেলিমের এই শব্দবন্ধ তিনি সমর্থন করেন না। তবে শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহুএর মত, এই পেশার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষার জন্য সব সরকারেরই দায়ব্ধতা থাকা উচিত। অনাদিও জানান, তাঁরা এই শব্দ বলেন না, সেক্স ওয়ার্কার বলেন। তবে রাজ্য সম্পাদকের পোস্ট নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

এই মন্তব্য নিয়ে সেলিমকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেলিমের উদ্দেশ করে লেখেন, ‘‘কয়েকবছর আগের কথা। পার্টির কাজ আছে বলে এক নামী নেতা বান্ধবীর সঙ্গে একটি রাজ্যের হোটেলে চলে যান। তাঁর বিমান এবং হোটেলের কাগজ তাঁর বাড়িতে দেন পার্টিরই আর এক নেতা। আমাদেরও দেন। চূড়ান্ত অশান্তি হয়। আমরা সৌজন্যের খাতিরে তখন ছাপিনি। এ বিষয়ে আপনার কিছু জানা আছে মহম্মদ সেলিম?’’

আরও পড়ুন- হাওড়ার কুলগাছিয়ায় মর্মান্তিক পথ দু.র্ঘটনা! লেন ভেঙে গাড়িতে ধা.ক্কা ট্রেলারের, মৃ.ত ৩

Related articles

তিরঙ্গা হাতে ভোটের খোঁজে: অপারেশন প্রচার শুরু বিজেপির 

ভোটের ময়দানে নতুন কৌশল নিয়ে নামছে বিজেপি। আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে অভিনব প্রচার অভিযান — ‘তিরঙ্গা...

জঙ্গি ও মদতদাতাদের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ জারি থাকবে: কড়া বার্তা মোদির

৮ও ৯ মে ভারতে হামলা চালানোর অপচেষ্টা হয়েছিল। তার মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই কারণেই দশ তারিখ...

কর্মমুখী শিক্ষায় জোর! রাজ্যে আরও ১৮টি নতুন আইটিআই গড়ে তুলছে সরকার

কর্মসংস্থানমুখী শিক্ষায় আগ্রহ বৃদ্ধির প্রেক্ষিতে  বড়সড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রাজ্যের ১১টি জেলায় আরও ১৮টি নতুন ইন্ডাস্ট্রিয়াল...

উত্তেজনার আবহে কালোবাজারি রুখতে পদক্ষেপ!  কলকাতা ও জেলার বাজারে হানা টাস্কফোর্সের 

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার আবহে রাজ্যে কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত টাস্কফোর্স সক্রিয় হয়েছে। সোমবার কলকাতা...
Exit mobile version