Sunday, November 2, 2025

বাংলাদেশে ধর্মগ্রন্থ পোড়ানোর ঘটনায় বিক্ষোভে প্রায় ১০ হাজার মানুষ, আটক ২

Date:

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশের কোরান পোড়ানোর ঘটনায় তুলকালাম। আখালিয়ার ধানুপাড়া আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও পার্শ্ববর্তী এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে।কয়েক হাজার মানুষ এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রবিবার দীর্ঘক্ষণ ওই স্কুল ঘেরাও করে রাখে। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের মাধ্যমে বিক্ষুব্ধদের  সরিয়ে ওই দু’ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃতদের নাম–নুরুর রহমান ও মেহবুব আলম। যদিও তার আগে ইসলামের পবিত্রতম গ্রন্থটির অবমাননা ও পুড়িয়ে ফেলার অভিযোগে আটক দুজনকেই বেধড়ক মারধোর করে জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ১৪ জন পুলিশকর্মীও আহত হয়েছেন।

পুলিশ আধিকারিক আজবাহার আলি শেখ জানান, কোরান পোড়ানোর ঘটনায় রবিবার রাতে পথে নেমে বিক্ষোভ দেখান অন্তত ১০ হাজার মানুষ। অভিযুক্তদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় জনতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ৪৫টি কোরান উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের একজন নুরুর রহমান একটি মাদ্রাসার প্রিন্সিপাল। তার দাবি, কোরানগুলি পুরনো এবং সেগুলিতে ছাপার ভুল রয়েছে। তাই বইগুলিকে নষ্ট করা হচ্ছিল। ধর্মগ্রন্থগুলিকে অসম্মান করার কোনও উদ্দেশ্য ছিল না তাদের।

পুলিশ কর্তা আলি শেখ আরও বলেন, কোরান পোড়ানোর বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্তরা এবং তারা ভুল স্বীকার করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাদেরকে যে ব্যক্তি কোরান শরিফ দিয়ে গেছেন, তাকে গ্রেফতার করলে বিষয়টি জানা যাবে।তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্প্রতি সুইডেন ও ডেনমার্কে কোরান পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল। গত জুনে ঈদের দিন সুইডেনের রাজধানী স্টকলহোমে কোরান পুড়িয়ে প্রতিবাদ দেখান বছর সাঁইত্রিশের ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকা। শহরটির সবথেকে বড় মসজিদের সামনে ধর্মগ্রন্থটিকে কুচি কুচি করে ছিঁড়ে ফেলেন তিনি। এরপর থেকেই সুইডেন প্রশাসনের ওপর ক্ষোভ উগরে দিয়েছে বিভিন্ন মুসলিম দেশ।বাংলাদেশের ঘটনা যাতে বড় আকার না নেয় সেদিকে কঠোর নজর রাখছে পুলিশ প্রশাসন।

 

 

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version