Friday, August 22, 2025

ঘরের মাঠে রীতিমতো দাপট দেখিয়ে পাকিস্তানকে ৪-০ গোলে হারাল ভারত। জোড়া গোল করে ম্যাচের নায়ক ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। গ্রুপ শীর্ষে থেকেই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে সেমিফাইনালে গেল ভারত।

প্রথম মিনিটেই আক্রমণে গিয়ে ভারতকে চাপে ফেলে দেয় পাকিস্তান। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করেন পাকিস্তানের মুহম্মদ খান। কিন্তু ভারত রিভিউ চায়। টিভি আম্পায়ার গোল বাতিল করেন। উল্টে ভারতের বিরুদ্ধে একটি পেনাল্টি কর্নার দেন। সেই শটও অসাধারণ দক্ষতায় বাঁচান গোলরক্ষক কৃষ্ণ পাঠক।
প্রথম থেকেই মাঝ মাঠে ভারতের খেলোয়াড়দের নড়বড়ে লাগছিল । বেশ বোঝা যাচ্ছিল, মাঝমাঠে দখল নিতে গিয়ে ঘাম ঝরাতে হচ্ছে। ফলে কাঙ্খিত গোল কিছুতেই আসছিল না। শেষ পর্যন্ত পেনাল্টি কর্নার পায় ভারত। হার্দিক সিংয়ের ক্রস থেকে জোরালো শটে গোল করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। ১-০ এগিয়ে যায় ভারত।

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। লং শটের বদলে ছোট ছোট পাসে পাকিস্তানের ডিফেন্স তছনছ করে দেয় ভারত। ২২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পায় ভারত। আবার গোল করেন হরমনপ্রীত। গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। ২-০ এগিয়ে যায় ভারত।বহু চেষ্টা করেও ভারতের গতির সঙ্গে এঁটে উঠতে পারছিলো না পাকিস্তান। দুই প্রান্ত ধরে একের পর এক আক্রমণ করছিলেন মনপ্রীত সিং, কার্থি সেলভমেরা। অতিরিক্ত চাপে ফের পেনাল্টি কর্নার পায় ভারত। এ বার গোল করেন যুগরাজ সিং। ৩-০ এগিয়ে যায় ভারত।

খেলার ভাগ্য ততক্ষণে নির্ধারণ হয়ে গিয়েছে। চতুর্থ কোয়ার্টারে বেশ কয়েক জন পরিবর্ত খেলোয়াড় নামান ভারতীয় কোচ ক্রেগ ফুল্টন। তার পরেও আক্রমণ কমেনি। কার্থির একটি গোল বাতিল করেন রেফারি। অন্য দিকে খেলা যত গড়াচ্ছিল তত ক্লান্ত হয়ে পড়ছিল পাকিস্তান। তার মাঝেই আরও একটি গোল করে যায় ভারত। বক্সের মধ্যে ঢুকে ক্রস বাড়ান মনদীপ। সেই বলে স্টিক ছুঁইয়ে গোল করেন আকাশদীপ সিং। ৪-০ এগিয়ে যায় ভারত। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান। বেশ বোঝা যাচ্ছিল ভারতের কাছে নাস্তানাবুদ হয়ে চাপে পড়ে গিয়েছে তারা। পাকিস্তানকে ৪ শূন্য গোলে উড়িয়ে শেষ চারে পৌঁছে যায় ভারত। অধিনায়ক হরমনপ্রীতই আজকের ম্যাচের নায়ক।

 

 

 

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version