১) জল্পনা ছিল। সেটাই হল। একদিনের বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন বদলে গেল। ১৫ অক্টোবরের বদলে ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৪ অক্টোবর। বদল হল ইডেনে ১২ নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচও। কালীপুজোর নিরাপত্তায় কারণে ম্যাচ হবে ১১ নভেম্বর।
২) বুধবার গভীর রাতে ইডেনের সাজঘরে আচমকা আগুন। ধোঁয়ায় চারিদিক ঢেকে যায়। প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছে দমকলের দু’টি ইঞ্জিন। কোনও হতাহতের ঘটনা ঘটেনি তবে সাজঘরের মধ্যে রাখা খেলায়াড়দের সরঞ্জাম এই আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে।
৩) এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে দাপট ভারতের। ঘরের মাঠে পাকিস্তানকে ৪-০ গোলে হারাল তারা। জোড়া গোল করে ম্যাচের নায়ক ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে গেল ভারত।
৪) ডার্বির আগে টিকিট নিয়ে অসন্তোষ ইস্টবেঙ্গলে। তবে সদস্যদের জন্য পাঁচ হাজার টিকিট নিচ্ছে ক্লাব। এছাড়াও সমর্থকদের জন্য ১০ থেকে ১২ আগস্ট ক্লাব তাঁবু থেকে বিক্রি হবে ডার্বির টিকিট। চাহিদা মতো না পাওয়ায় ভিআইপি, ভিভিআইপি টিকিট নিচ্ছেন না লাল-হলুদ।
৫) কুস্তিগিরদের শারীরিক নিগ্রহ করার যে অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছে, তা আবার অস্বীকার করলেন জাতীয় কুস্তি সংস্থার বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরন সিং। শুধু তাই নয়, যৌন নিগ্রহ নিয়ে অদ্ভুত যুক্তি খাড়া করেছেন তিনি।
আরও পড়ুন:ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে আ.গুন! ক্ষতিগ্রস্থ খেলোয়াড়দের সরঞ্জাম