Saturday, August 23, 2025

ডে.ঙ্গি নিয়ে সতর্কতা, ১২টি রাজ্য ও কেন্দ্রীয় সরকারি সংস্থাকে চিঠি কলকাতা পুরসভার

Date:

ডেঙ্গি প্রতিরোধে সতর্ক কলকাতা। পুরসভা সচেতনতা বাড়াতে ১২টি রাজ্য ও কেন্দ্রীয় সরকারি সংস্থার আধিকারিককে চিঠি পাঠাচ্ছে কলকাতা পুরসভা (KMC)। নিজেদের অফিস (Office) সংলগ্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিয়ে এই চিঠি (Letter)। পাশাপাশি, নোটিশ পাঠানো হয়েছে শহরের একাধিক নাগরিককেও।

ডেঙ্গি মোকাবিলায় একধিক ব্যবস্থা নিতে এবার একাধিক রাজ্য ও কেন্দ্রীয় সরকারি সংস্থার আধিকারিকদের চিঠি দিচ্ছে কলকাতা পুরসভা। এই সংস্থাগুলিকে তাঁদের অধীনস্থ জায়গাগুলি অবিলম্বে পরিষ্কার করতে বলা হয়েছে। সেই সঙ্গে শহরের প্রায় হাজার পাঁচেক নাগরিককেও চিঠি ধরিয়েছে পুরসভা। এদের বিরুদ্ধেও ওই একই অভিযোগ আনা হয়েছে। এর আগে মেয়র উল্টোডাঙ্গার কাছে কোল ইন্ডিয়া ও আরও কয়েকটি কেন্দ্রীয় সরকারি আবাসনে পরিদর্শন করেন। সেখানে একাধিক জায়গায় জমা জলে মশার লার্ভা দেখে ক্ষোভে ফেটে পড়েন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পুরসভার স্বাস্থ্য বিভাগের তরফে এর আগে নোটিশ দিলেও কাজ কিছু হয়নি বলেও অভিযোগ করেন মেয়র। তিনি বলেন, বারবার বলা সত্ত্বেও জমা জল নিয়ে সতর্ক করা যাচ্ছে না। সতর্ক করার পরও কাজ না হলে মিউনিসিপ্যাল কোর্টে মামলা করার কথাও বলেন মেয়র। এর পাশাপাশি শহরের বেশ কিছু নাগরিকদের চিঠি ধরিয়েছে পুরসভা। তাঁর উদাসীনতা ও বেপরোয়া মনোভাবের জন্য শহরে ডেঙ্গির প্রকোপ বাড়ছে। এরই মধ্যে সতর্কতা ছাড়াও অনেককে আর্থিক জরিমানাও করেছে পুরসভা। সংস্থাগুলিকে পাঠানো চিঠিতে তাঁদের সংস্থার অধীনস্থ জমিতে জল জমা রোধে সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সবমিলিয়ে শহরে ডেঙ্গি রুখতে তৎপর কলকাতা পুরসভা।

আরও পড়ুন:যাদবপুরের ‘মেন হস্টেল’ যেন মূর্তিমান বিভী.ষিকা! সহপাঠীর মৃ.ত্যুতে সোশ্যাল মিডিয়ায় পড়ুয়ার অনুভূতি

 

 

 

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version