Friday, November 7, 2025

চন্দ্রযানকে টেক্কা দেবে রুশ ল্যান্ডার! ভারতের আগেই চাঁদের চৌকাঠে রাশিয়া?

Date:

১৪০ কোটি দেশবাসী যখন দিন গুনছে ইতিহাস তৈরি হওয়ার অপেক্ষায়, তখন রাশিয়ার (Russia) মহাজাগতিক এক্সপেরিমেন্ট-এর খবরে খানিকটা হলেও মন খারাপ ভারতবাসীর। জানা যাচ্ছে ইসরোর (ISRO ) চন্দ্রযান-৩-কে (Chandrayaan 3) টেক্কা দিতে শুক্রবার রাশিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র ROSCOSMOS থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে রাশিয়ার লুনা-২৫ (Luna 25)। এ খবর অবশ্য পুরনো, কিন্তু নতুন আপডেট হল পুতিনের দেশের দাবি চন্দ্রযান-৩-এর সঙ্গে প্রায় একই সময়ে চাঁদে নামার কথা তাঁদের ল্যান্ডারেরও। সে ক্ষেত্রে কে দক্ষিণ মেরুতে আগে পৌঁছয় বা কার অভিযান সফল হয়, তা নিয়ে ইতিমধ্যেই প্রতিযোগিতার আবহ তৈরি হয়ে গেছে। কিন্তু ১১ অগাষ্ট যাত্রা শুরু করে মাত্র ১২ দিনের মধ্যে চাঁদের মাটিতে পৌঁছে যাওয়া কি এতটাই সহজ হবে, এ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন মহাকাশ বিজ্ঞানীরা।

চাঁদের কক্ষপথে প্রবেশ করে গেছে ভারতের মহাকাশযান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ আগস্ট বিকেলের দিকে সফট ল্যান্ডিং হবে বিক্রম ল্যান্ডারের। এখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাকই রয়েছে। তবে যেহেতু চাঁদের এই দক্ষিণ গোলার্ধ সম্পর্কে বিশ্বের কাছে খুব একটা বেশি তথ্য নেই তাই চাপা টেনশন কাজ করছে বিজ্ঞানীদের মনে। ভারতের পাশে আছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA। ইসরোর চন্দ্রযান-৩-কে নিয়ে যখন চর্চা বাড়ছে, তখন পাঁচ দশক পর চাঁদের এই দৌড়ে সামিল হয়েছে রাশিয়াও (Russia)। গন্তব্য সেই চাঁদের দক্ষিণ মেরু। রাশিয়ার দাবি, উৎক্ষেপণের দিন পাঁচেকের মধ্যেই নাকি চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে লুনা-২৫। পরিকল্পনা অনুযায়ী, তার চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা আগামী ২৩ অগস্ট। মানে ভারত এবং রাশিয়ার মুন মিশন একই দিনে ইতিহাস গড়তে চলেছে।

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের তরফ থেকে বলা হয়েছে উৎক্ষেপণের পাঁচ দিনের মধ্যে চাঁদের কক্ষপথে পৌঁছবে তাঁদের মহাকাশযান লুনা-২৫ (Luna 25)। তারপর চাঁদের কক্ষপথ ধরে দক্ষিণ মেরুর কাছাকাছি পৌঁছতে আরও পাঁচ থেকে সাত দিন মতো সময় লাগতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে একই দিনে একই সময়ে একই গন্তব্যে দুই মহাকাশযানের কোন সংঘর্ষ হবে না তো, কিংবা দুই লন্ডনের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে কি? মহাকাশ বিজ্ঞানীরা বলছেন চন্দ্রযান-৩ এবং লুনা-২৫-এর একে অপরের সঙ্গে ধাক্কা খাওয়ারও কোনও সম্ভাবনা নেই। কিন্তু দক্ষিণ মেরুতে কার মহাকাশযানের ল্যান্ডিং সবার আগে হবে, তার ওপরে নির্ভর করছে এই লুনার মিশনের কৃতিত্ব।

 

 

 

 

Related articles

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...

KIFF: চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই সত্যজিৎ স্মরণ, নন্দনে শ্রদ্ধার্ঘ্য ঋত্বিক ঘটককে

মহানগরীতে সিনে উৎসবের মেজাজ, শুরু হয়ে গেল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার...

রাজারহাটে যাত্রীবোঝাই বাস উল্টে দুর্ঘটনা, আহত বহু

শুক্রবার সাত সকালে রাজারহাটের হাড়োয়া খালি উল্টে গেল যাত্রীবোঝাই বাস (Bus Accident in Rajarhat)। বেড়াচাঁপার দিক থেকে করুণাময়ীর...
Exit mobile version