Thursday, August 21, 2025

ইমরান জেলে যেতেই নির্বাচনের প্রস্তুতি, শরিফের সুপারিশে পাক সংসদ ভাঙলেন রাষ্ট্রপতি

Date:

জেলবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান(Imran Khan)। এহেন পরিস্থিতিতে সরকারের মেয়াদ শেষের আগেই ভেঙে দেওয়া হল পাক সংসদ। বুধবার গভীর রাতে পাক প্রধানমন্ত্রীর(Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন শাহবাজ শরিফ(Shabaz Sharif)। আগামী ১৪ অগাস্ট পর্যন্ত মেয়াদ ছিল বর্তমান সরকারের। তবে মেয়াদ শেষের ৩ দিন আগেই বুধবার রাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আরিফ আলভির কাছে সংসদ ভেঙে দেওয়ার আর্জি জানিয়ে একটি চিঠিও পাঠান। গভীর রাতেই রাষ্ট্রপতি সংসদ ভাঙার আবেদনে স্বাক্ষর করেন। এই পরিস্থিতিতে আগামী তিনদিনের মধ্যেই কেয়ারটেকার প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করতে হবে। সেই সঙ্গেই দেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

২০১৮ সালে পাকিস্তানের জাতীয় নির্বাচনে বিপুল জয় পেয়েছিল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। তবে ক্ষমতাচ্যুত হওয়ার পর গত সপ্তাহেই জেলবন্দি করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে(Imran Khan)। শুধু তাই নয়, শাস্তি স্বরূপ প্রাক্তন  প্রধানমন্ত্রী ইমরান খানকে ৫ বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে  নিষিদ্ধ করা হয়েছে। তারপরই তড়িঘড়ি সংসদ ভাঙার সিদ্ধান্ত নেন শাহবাজ শরিফ। এদিকে আর্থিক সংকটে কার্যত বিপর্যস্ত পাকিস্তান। তার মধ্যে নির্বাচন হলে দেশজুড়ে হিংসা ছড়াতে পারে। নির্বাচনের দিন ঘোষণা হলে পাকিস্তানে হিংসা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি বিরোধীদের অভিযোগ ইমরানকে সরিয়ে ক্ষমতা ধরে রাখতে আটঘাট বেধে মাঠে নেমেছে শাহবাজ শরিফের সরকার।

প্রসঙ্গত, পাকিস্তানের (Pakistan) সংবিধান অনুযায়ী, নির্বাচনের আগে সরকার ভেঙে দিতে হয়। কিছুদিনের জন্য দেশ চালানোর ভার নেয় কেয়ারটেকার সরকার। নির্বাচনে লড়ার জন্য কোনও দলই যেন বেশি সুবিধা না পায়, তা নিশ্চিত করতেই এমন নিয়ম। বিরোধী দলনেতা ও দেশের প্রধানমন্ত্রী মিলে ঠিক করেন, অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী কে হবেন। সেখানে একমত হতে না পারলে একটি কমিটির কাছে নাম প্রস্তাব করতে হয়। সেখানেও চূড়ান্ত সিদ্ধান্ত না হলে দেশের নির্বাচন কমিশনের তরফেই একজনকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়।

Related articles

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...
Exit mobile version