Sunday, August 24, 2025

রেড রোডের কুচকাওয়াজের ট্যাবলোয় আদিবাসী উন্নয়নের খতিয়ান! মহানগর জুড়ে কড়া নিরাপত্তা

Date:

রেড রোডে (Red Road) স্বাধীনতা দিবসের (Independence Day) কুচকাওয়াজে প্রতিবারই রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়। এবার লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর সাফল্য়ের পাশাপাশি পিছিয়ে পড়া শ্রেণি ও আদিবাসীদের উন্নয়নে রাজ্যের বিভিন্ন পদক্ষেপের কথা এবার ট্যাবলোর (Tableau) মাধ্যমে তুলে ধরা হবে- সিদ্ধান্ত নবান্নের (Nabanna)।

রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ আরও বর্ণময় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুচকাওয়াজের প্রস্তুতি নিয়ে বিভিন্ন দফতরের সঙ্গে একাধিক প্রস্তুতি বৈঠক করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। সব দফতরকে নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করার কথা বলা হয়েছে। সেই বৈঠকে রাজ্যের উন্নয়নমূলক কাজকে ট্যাবলোর মাধ্যমে তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এর আগে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের ট্যাবলাতে রাজ্যের পক্ষ থেকে বাংলার দুর্গাপুজোর থিম প্রদর্শিত করা হয়েছিল। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বাংলার উন্নয়নমূলক কাজকে তুলে ধরা রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

একনজরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান,

• ১৫ অগাস্ট সকাল সাড়ে দশটা নাগাদ জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী
• এরপর স্কুলের পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠান
• তার পরে কুচকাওয়াজ
• কুচকাওয়াজে সামিল হবেন কলকাতা পুলিশের বিশেষ মহিলা বাহিনী উইনার্সের সদস্যরাও

এবার স্বাধীনতা দিবসে রাজ্যের ৬জন আইপিএস অফিসারকে পুরস্কার দেবেন মুখ্যমন্ত্রী। এই পুরস্কারকে ২টি ভাগে ভাগ করা হয়েছে। *চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস এবং চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস। চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস পাচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি এবং আইজিপি ত্রিপুরারি অথর্ব।
চিফ মিনিস্টারস পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস পাবেন ৫জন। তাঁদের মধ্যে আছেন, আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রাজবংশী, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রেড রোড-সহ গোটা কলকাতার কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এখন থেকেই। এই প্রসঙ্গে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
• ১১ ও ১৩ অগাস্ট ভোর ৫টা থেকে বেলা ১২টা পর্যন্ত বন্ধ থাকবে রেডরোড এবং সংলগ্ন কয়েকটি রাস্তা।
• ১৪ তারিখ রাত ১০টা থেকে ১৫ তারিখ দুপুর ১২টা বা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্তও বন্ধ রাখা হবে রেডরোড। এছাড়ও ১৫ তারিখ সকাল ৮টা থেকে গুরুনানক সরণী বা মেয়ো রোডেও যান চলাচল বন্ধ রাখা হবে। শুধু মাত্রছাড় দেওয়া হবে প্যারাডের জন্য আশা গাড়িগুলিকে। পাশাপাশি সকাল ৬টা থেকে দুপুর ১২টা বা অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত বেশকিছু রাস্তায় পণ্যবাহী যানবাহনের চলাচলও বন্ধ রাখা হবে।

আরও বেশকিছু রাস্তা যেমন, হেস্টিং ক্রসিং থেকে জে অ্যান্ড এন আইল্যান্ড পর্যন্ত খিদিরপুর রোড, আর আর অ্যাভিনিউ, প্ল্যাসি গেট রোড, কিংসওয়ে, ডাফরিন রোড, আউট্রাম রোড, এসপ্ল্যানেড ব়্যাম্প ও পশ্চিম গভর্নমেন্ট প্লেসে (শুধুমাত্র দক্ষিণমুখী গাড়ি) সকাল ৬টা থেকে দুপুর ১২টা বা প্যারাড শেষ হওয়া পর্যন্ত বন্ধ রাখা হবে গাড়ি চলাচল।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version